রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে যে ব্যাখ্যা দিলেন ভারতীয় হাইকমিশনার মণিপুরে আসাম রাইফেলসের ক্যাম্পে হামলা উত্তেজিত জনতার রেমিট্যান্স আহরণে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ পেলো ইসলামী ব্যাংক মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ নতুন করে ভ্যাট আরোপ হবে সরকারের নির্দয় সিদ্ধান্ত : জিএম কাদের মোবাইল-ইন্টারনেট সেবায় ভ্যাট প্রত্যাহার না করলে এনবিআর ঘেরাও রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত এবার মহাশূন্যে বাঁধ দিয়ে বিদ্যুৎ প্রকল্প বানাবে চীন! ভারতীয় হাইকমিশনারকে তলব সাধারণ নির্বাচনকে ‘সর্বশ্রেষ্ঠ ও ঐতিহাসিক’ করতে চায় সরকার টানা দ্বিতীয় ম্যাচে জাকিরের ঝড়, সিলেটের চ্যালেঞ্জিং পুঁজি কাউন্সিল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত বগুড়া বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়েছে হেনরীর জমি, ফ্ল্যাটসহ স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেশে এইচএমপি ভাইরাস শনাক্ত ২৬ ফুট লম্বা স্যান্ডেল, গিনেসে নাম উঠছে সানিয়ার দীর্ঘমেয়াদী ও বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত ইরান নেত্রকোণায় এসআইকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করেনি: প্রেস সচিব বাংলাদেশ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধাতে চাইছে: মমতার মন্ত্রী

তুমুল ব্যস্ততা টেইলার্সে, চাপ সামলাতে কারিগর ভাড়া

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪ বার পড়া হয়েছে

করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর আগামীকাল (১২ সেপ্টেম্বর) থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনাকালীন দর্জিদের কাজ প্রায় বন্ধ থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণায় তাদের ব্যস্ততা বাড়তে শুরু করেছে। শিক্ষার্থীদের জন্য নতুন করে তৈরি করতে হচ্ছে পোশাক। ফলে শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের দর্জিরা।

জেলা শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, নারায়ণগঞ্জে হাইস্কুল, কলেজ ও মাদরাসা মিলে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে পৌনে দুই লাখ শিক্ষার্থী এবং ৫৪৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার লাখ শিক্ষার্থী রয়েছে।

এসব শিক্ষার্থীর মধ্যে প্রায় সবারই নতুন করে পোশাক তৈরি করতে হচ্ছে। পোশাক তৈরিকে কেন্দ্র নারায়ণগঞ্জের প্রায় সব এলাকায় দর্জিরা ব্যস্ত সময় পার করছেন। স্কুল খোলার আগের দিনই তাদের পোশাক তৈরির কাজ শেষ করতে হবে।

 

আসমা আক্তার নামে এক অভিভাবক বলেন, ছেলে তাসলিমকে দুই বছর আগে আদর্শ স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি করেছিলাম। সে যখন পঞ্চম শ্রেণিতে উঠেছে। তখন সে এক পোশাকে ক্লাস করেছে। করোনাকালীন সময় প্রায় দেড় বছর ধরে স্কুল বন্ধ ছিল। আর এ সময়ে তাসলিম আগের চেয়ে অনেক বড় হয়েছে। ফলে আগের পোশাক এখন তার শরীরে লাগছে না। তাই নতুন করে ছেলের পোশাক তৈরি করতে হচ্ছে।

ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, নতুন করে পোশাক তৈরির জন্য অভিভাবকরা প্রতিদিনই স্কুলের নামে তৈরি মনোগ্রাম নিতে ভিড় করছেন। প্রতিদিনই স্কুলের অফিস খোলা রেখে মনোগ্রাম দিতে হচ্ছে। তবে দীর্ঘদিন পর স্কুল খোলায় শিক্ষার্থীসহ সবার মধ্যে উৎসাহ কারজ করছে।

ইয়ং টেইলার্সের দর্জি শাওন বলেন, স্কুল ড্রেস তৈরির অনেক কাজ এসেছে। প্রতিদিনই কাজ করতে হচ্ছে। সময়মতো দিতে না পারলে আবার অন্য সময় কাজ পাবো না। তাই পোশাক তৈরিতে ব্যস্ত সময় কাটছে।

 

স্টুডেন্ট টেইলার্সের মালিক রতন বলেন, করোনায় তেমন কাজকর্ম ছিল না। তবে স্কুলগুলো খোলার ঘোষণার পর কাজকর্মে গতি ফিরেছে। একের পর এক পোশাক তৈরির অর্ডার আসছে। ফলে চরম ব্যস্ত সময় পার করছি। আশা করি স্কুল খোলার পর আরও বেশি অর্ডার আসবে।

ফতুল্লা এলাকার দর্জি নুরু মিয়া বলেন, কয়েকদিনে প্রায় শতাধিক স্কুল ড্রেস তৈরির অর্ডার পেয়েছি। এজন্য অতিরিক্ত দর্জি নিয়ে দিন রাত কাজ করতে হচ্ছে। এলাকার প্রতিটি টেইলার্সে স্কুল ড্রেস তৈরির পর্যাপ্ত অর্ডার রয়েছে।

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. শরীফুল ইসলাম বলেন, ‘প্রস্তুতি শেষ পর্যায়ে। শিক্ষাপ্রতিষ্ঠান চালু হলে শিক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য প্রতিনিয়ত মনিটরিং করছি।’

বাংলা৭১নিউজ/পিকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com