রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতাররা হলেন- মোছা. আমেনা, মো. মাইন উদ্দিন, মো. খায়রুল ইসলাম ও আব্দুল আল মামুন ওরফে বিলাস।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. কায়সার রিজভী কোরায়েশী।
তিনি বলেন, বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার আজমেরী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের বিমানবন্দর জোনাল টিম।
তিনি বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৪৭ নম্বর আজমেরী মোড় ভূমি রেকর্ড প্রেস, নিলয় স্টাফ কোয়ার্টারের সামনে অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে বুধবার ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আমেনা, মাইনউদ্দিন, খায়রুল ও বিলাসকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতাররা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। গ্রেফতারদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলমের নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহানের তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কায়সার রিজভী কোরায়েশীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ