বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ

‘বরিশালে মামলা প্রত্যাহার না হলে বর্জ্য অপসারণ বন্ধ’

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৬৩ বার পড়া হয়েছে

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ কাউন্সিলর- কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর টাউন হল এ কর্মসূচি পালিত হয়। মামলা প্রত্যাহার না হলে নগরীর ময়লা-আবর্জনা (বর্জ্য) পরিষ্কার করবেন না বলে মানববন্ধনে অংশ নেয়া বিসিসির পরিচ্ছন্নকর্মীরা ঘোষণা দেন।

এদিকে গত বৃহস্পতিবার থেকে নগরীর বর্জ্য অপসারণ ও পরিবহন কার্যক্রম বন্ধ রেখেছেন বিসিসির পরিচ্ছন্নকর্মীরা। এতে কাঙ্ক্ষিত নাগরিক সেবা না পেয়ে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

jagonews24

মানববন্ধন কর্মসূচিতে বিসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল হাজবুন, কর শাখার কর্মকর্তা বেলায়েত বাবলু, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মো. মাসুম, কাজী মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচ্ছন্ন কর্মকর্তা রেজাউল করিম রেজা ও শফিকুল আজম বক্তব্য রাখেন।

মানববন্ধনে বিসিসির পরিচ্ছন্ন শাখার সহকারী কর্মকর্তা রেজাউল করীম রেজা ও শফিকুল আজম বলেন, মামলার কারণে পরিচ্ছন্নকর্মীরা গ্রেফতার আতঙ্কে ভুগছেন। এসব কারণে তারা পরিচ্ছন্ন কাজ থেকে বিরত রয়েছেন। মেয়রের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে পরিচ্ছন্নকর্মীরা কাজে যোগ দেবেন না

সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে মানববন্ধন করেছেন শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন ও ছাত্রলীগ নেতা আহমেদ সিফাতসহ কয়েকজন বক্তব্য রাখেন।

jagonews24

নগরীর ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শাহ্ সাজেদা বলেন, নগরীর বিভিন্ন এলাকার সড়কের পাশে বর্জ্যের স্তূপ দেখা গেছে। গত দুদিন ময়লা অপসারণ না করায় ছড়িয়ে-ছিটিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে।

গত বুধবার (১৮ আগস্ট) রাতে ব্যানার-ফেস্টুন অপসারণকে কেন্দ্র করে বরিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসায় কয়েক দফায় হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে আনসার সদস্যরা। হামলার ঘটনায় উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি মামলা করা হয়। দুটিতেই বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীকে মামলায় আসামি করা হয়েছে।

বাংলা৭১নিউজ/সিএফ

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com