মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ডিজিটাল মাধ্যমে বিদেশে অর্থপাচার রোধে প্রশিক্ষণের বিকল্প নেই বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বৃদ্ধি করা হবে বিকাশ অ্যাপে খোলা যাচ্ছে সেভিংস এলজিইডি’র সেই প্রকৌশলীর স্ত্রীরও ৬ কোটি টাকার অবৈধ সম্পদ! ব্যাটারিচালিত রিকশা কোথায় কীভাবে চলবে নির্দেশনার পর ব্যবস্থা ডিএমপি ভারত থেকে রেলের ২০০ বগি কিনছে বাংলাদেশ, চুক্তি সই মেয়রের সামনে কাউন্সিলর রতনকে জুতাপেটা করলেন কাউন্সিলর চামেলী বাজেট অধিবেশন শুরু ৫ জুন দেশের অর্থনীতি শূন্যে, ক্র্যাশল্যান্ডিং হতে পারে বাজার ম‌নিট‌রিং জোরা‌লো করতে প্রধানমন্ত্রীর নি‌র্দেশ রাইসির মৃত্যুতে রাষ্ট্রপতির শোক মেয়েকে ঘুমে রেখে ফ্যানের সঙ্গে ফাঁসিতে ঝুললেন মা প্রধানমন্ত্রী ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড তৈরি করতে বলেছেন বঙ্গবন্ধু শান্তি পুরস্কার দেবে বাংলাদেশ, নীতিমালা অনুমোদন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে শেখ হাসিনার শোক ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বিশ্বনেতাদের শোক কুমিল্লায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রেসিডেন্ট রাইসি নিহত, ইরানে পাঁচদিনের শোক ঘোষণা প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

জার্মানিতে ফুটবল দলের বাসে বিস্ফোরণ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১২ এপ্রিল, ২০১৭
  • ৭০ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: বরুসিয়া ডর্টমুন্ড ফুটবল দলের খেলোয়াড়দের বহনকারী একটি বাসে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘরোয়া চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে মোনাকোর বিরুদ্ধে খেলতে যাওয়ার সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর বিবিসি।

এক সংবাদ সম্মেলনে ডর্টমুন্ড পুলিশের প্রধান জানান, খেলোয়াড়দের ওপর এটা পরিকল্পিত হামলা।

ওই বিস্ফোরণে মার্ক বার্ট্রা নামের একজন খেলোয়াড়ের কব্জির হাড় ভেঙে গেছে। হাসপাতালে ভর্তি করার পর তার হাতে অস্ত্রপচার করা হয়েছে। তবে অন্য কোনো খেলোয়াড় ওই হামলায় আহত হননি।

জার্মানির স্টেট প্রসিকিউটর জানান, হামলার তদন্তে ঘটনাস্থলের পাশে পাওয়া একটি চিঠিকে বিবেচনা করা হচ্ছে। মোনাকোর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচ ৬ টা ৪৫ মিনিট পর্যন্ত স্থগিত করা হয়েছে।

ডর্টমুন্ড পুলিশ জানিয়েছে, শহরের বাইরে হোয়েস্টেন এলাকায় খেলোয়াড়দের বাসে স্থানীয় সময় সাতটা নাগাদ তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিকভাবে এই হামলাকে গুরুতর বিস্ফোরণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সিগন্যাল ইদুনা পার্কে থাকা প্রায় ৮০ হাজার দর্শককে নিরাপত্তার জন্য সেখানেই থাকতে বলা হয়। পরে স্টেডিয়াম থেকে নিরাপদে ভক্তদের বের করে দেওয়া হয়েছে। এ কাজে সহযোগিতার জন্য দর্শকদের ধন্যবাদ জানিয়েছে পুলিশ।

পুনঃনির্ধারিত খেলায় নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আরো বেশি সংখ্যক সদস্য মোতায়েন করার কথা জানিয়েছে পুলিশ।

বুরুসিয়া ডর্টমুন্ড ফুটবল দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের দল হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। দুই জায়গায় তাদের বাস ক্ষতিগ্রস্থ হয়েছে। বিস্ফোরণে বাসের জানালা ভেঙে গেছে।

পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থলে আছেন।

বরুসিয়া ডর্টমুন্ড বর্তমানে জার্মানির বুন্দেসলিগা টেবিলের চতুর্থ অবস্থানে আছে।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com