শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক রেলমন্ত্রী মুজিবুলসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি অল্প কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি শেখ হাসিনার দুর্নীতি খুঁজে বের করতে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত ডিএমপির ১২ ডিসিকে বদলি ‘বৃহত্তর ইসরাইলের’ মানচিত্র প্রকাশ, আরব দেশগুলোর কড়া প্রতিবাদ বিমানবন্দরে রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা, হতে পারে জেলও ৩০ জুনের আগেই মহার্ঘভাতা ঘোষণা মানিকগঞ্জে ডিসির রুমের সামনে শিক্ষার্থীদের অবস্থান দাবি মানার আল্টিমেটাম দিয়ে ‌‌শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শরীয়তপুরে থানা থেকে ওসির মরদেহ উদ্ধার নিক্সন ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে ৩ হাজার ১৬২ কোটি টাকা লেনদেন শহীদ মিনারের পর শাহবাগ অবরোধ বিডিআর সদস্যের স্বজনদের জেনেভা ক্যাম্পের আলোচিত সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেপ্তার মা‌র্কি‌নিদের হয়ে ঢাকায় বিশেষ দা‌য়িত্ব সামলাবেন ট্র্যাসি জ্যাকবসন বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন রাশিয়ায় বিমানবাহিনীর তেলের ডিপোয় ইউক্রেনের হামলা হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

কাবুলে ৯ বাংলাদেশি, নাম-পরিচয় মিলেছে ৭ জনের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৬৫ বার পড়া হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের কব্জায় যাওয়া পর এখন পর্যন্ত সেখানে ৯ বাংলাদেশি থাকার তথ্য পেয়েছে বাংলাদেশ দূতাবাস। এদের মধ্যে ৬ জন ব্র্যাকের কর্মী। আর ৩ জন রয়েছেন কাবুলের কারাগারে।

আফগানিস্তানে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম রোববার সন্ধ্যা ৭টায় দেশের প্রথম সারির একটি অনলাইন নিউজ পোর্টালকে জানান, ব্র্যাকের ৬ কর্মী সংস্থার আবাসিক পরিচালকের বাসায় আশ্রয় নিয়েছেন।

যে কারাগারে ৩ জন বাংলাদেশি ছিলেন, তালেবান যোদ্ধারা তা ভেঙে সেখানে ঢুকে পড়েছে। বন্দি এক বাংলাদেশি ছাড়া পেয়ে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান জাহাঙ্গীর।

আফগানিস্তানে বাংলাদেশের দূতাবাস নেই। উজবেকিস্তানে বাংলাদেশ রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম একসঙ্গে আফগানিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানে রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন।

ব্র্যাকের কর্মীদের বিষয়ে রাষ্ট্রদূত ওই অনলাইন নিউজ পোর্টালটিকে বলেন, ‘যারা আছেন তাদের সিনিয়র ঢাকা জেলার করিম শিকদার, তার সঙ্গে কথা হয়েছে। উনারা চেষ্টা করছেন ১৮ তারিখের ফ্লাইটে বাংলাদেশে ফিরে আসতে।’

বাকি পাঁচজন হলেন- রংপুরের আসাদুজ্জামান, ঢাকার মোহাম্মদ সরফরাজ, যশোরের কামাল হোসেন, ফরিদপুর রফিকুল হক মৃধা ও নোয়াখালীর ইউসুফ হোসেন।

রাষ্ট্রদূত বলেন, ‘কাবুলে পুল এ চরকি নামে একটি বড় জেলখানা আছে, সেখানে ৩ জন বাংলাদেশি ছিল। একজন খুলনা জেলার মঈন আল মেসবাহ। তালেবান ভেঙে প্রবেশ করার ফলে কয়েদিরা সব পালিয়ে গেছেন। তার মধ্যে আমাদের মঈন আল মেসবাহও আছেন। অন্য দু’জন বন্দি হলেন- ঢাকার ভাসানটেকের কাউছার সুলতানা ও নোয়াখালীর ওবায়দুল্লাহ। এরা ভেতর থেকে বের হতে পেরেছে কি না, আমরা শিওর হতে পারিনি। এটি জানার চেষ্টা চালাচ্ছি। যে একজন বের হতে সক্ষম হয়েছে, তাকে পরামর্শ দেওয়া হয়েছে যাতে তালেবানের সাথে দেখা সাক্ষাৎ না হয় এবং পরবর্তী এভেইলেভল ফ্লাইটে ফিরে আসে।’

যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর দুই দশক বাদে আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ প্রায় নিয়ে ফেলেছে কট্টর ইসলামী দল তালেবান। কাবুল ঘিরে ফেলেছে তারা। দেশটির প্রেসিডেন্ট আশরাফ গানি পালিয়েছেন বলে খবর এসেছে।

আফগানিস্তানের পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূত জাহাঙ্গীর নিউজ পোর্টালটিকে বলেন, ‘বিভিন্ন রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সম্ভবত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা চলছে। প্রেসিডেন্ট হয়ত রিজাইন করতে পারেন। তালেবানের যে লিডার আব্দুল গণি বারাদার, তার সম্ভাবনা আছে, তিনি নেতা হিসাবে আসতে পারেন। অসমর্থিত খবরে জানা যাচ্ছে আর কি।’

আফগান সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার সুযোগ এখন না থাকায় বিভিন্নভাবে যোগাযোগ করে তথ্য নেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

তিনি বলেন, ‘নিউজ কালেক্ট করা দুরূহ হচ্ছে। সরকারের কর্তৃত্ব নাই তো। আমি একজন মানবাধিকার নেত্রীর মাধ্যমে তথ্য নেওয়ার চেষ্টা করছি। আবার তার ওখানে বিদ্যুৎ না থাকায় উনি আমার সাথে লাইনে আসতে পারছেন না, যোগাযোগও সম্ভব হয়ে উঠছে না।’

কাবুলের বাইরে অন্য এলাকায় বাংলাদেশি আছে কি না, সেটি এখনও নিশ্চিত নন রাষ্ট্রদূত।

তিনি বলেন, ‘ইতোমধ্যে হটলাইনও চালু করে দিয়েছি। দুটা মোবাইল নাম্বার। সরকারের কাছেও পাঠিয়ে দিয়েছি, যদি কোনো তথ্য পাওয়া যায়, তাদের মোবাইল নম্বর দুটি যেন দেওয়া হয়।’

হটলাইন নম্বর দুটি হল- +৯৯৮-৯৯৯১১৯১০২ এবং +৯৯৮-৯৭৪৪০২২০১।

জাহাঙ্গীর বলেন, ‘ব্র্যাকের মাধ্যমেও জানার চেষ্টা করছি। তাদের জানামতে কাবুল শহরের তাদের আর কেউ নাই। অন্য শহরগুলোতে আছে কি না, ক্লিয়ারলি বলতে পারে নাই।’

গত শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ইন্টারন্যাশনাল জানিয়েছে, ‘আফগানিস্তানের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে তারা।’

বিশ্বের সবচেয়ে বড় এই এনজিওটির শামেরান আবেদ বলেন, ‘আফগানিস্তানে কর্মরত কর্মীদের ঝুঁকি নিরসন করে তাদের সুরক্ষা এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।’

গত ১৯ বছরের বেশি সময় ধরে দেশটিতে শিক্ষা, স্বাস্থ্য, কমিউনিটি উন্নয়ন, করোনাভাইরাস প্রতিরোধে সংক্রান্ত সহায়তা, মানবিক সহায়তা এবং খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সেবা দিয়ে আসছে ব্র্যাক ইন্টারন্যাশনাল।

দেশটির ১০টি প্রদেশে প্রায় ৩ হাজার ব্র্যাক কর্মী কাজ করছেন। এদের মধ্যে ১২ জন বাংলাদেশিসহ প্রবাসী ১৪ জনকে নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

প্রবাসী কর্মীদের মধ্যে ৩ জন বাংলাদেশিসহ ৫ জন ছুটিতে দেশটির বাইরে ছিলেন, যাদের আফগানিস্তান ফিরে যেতে নিষেধ করা হয়েছে।

বাকি ৯ জন বাংলাদেশির মধ্যে ৩ জন দেশটি থেকে শুক্রবার বিমানযোগে রওনা দিয়েছেন এবং বাকি ৬ জনের আগামী ২২ তারিখের মধ্যে রওনা দেওয়ার কথা বলে জানিয়েছে ব্র্যাক।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com