গাজীপুরের মিরেরবাজার এলাকায় এলপিজি গ্যাসবাহী ট্যাংকারের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনার প্রায় সাত ঘণ্টা পর রাত দুইটার দিকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ চালু হয়েছে।
টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার হালিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার কমলাপুর থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে এলপিজি গ্যাসবাহী ট্যাংকারটিকে রেললাইনের উপর থেকে সরিয়ে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রাত ১২টার দিকে ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী ট্রেন। এ সময় রেলওয়ের কর্মকর্তারাও দুর্ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জেএমআই এলপিজি গ্যাসের একটি ট্যাংকার মীরেরবাজার রেল লাইন পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তিতাস কমিউটার ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্যাংকারটির পেছনের অংশ ভেঙে রেললাইনের উপর পড়ে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের সব ধরনের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পূবাইল থানার ওসি মো. মহিদুল ইসলাম জানান, ঢাকা বাইপাস সড়কে যানজট থাকায় ট্রেনের সিগন্যাল পড়লেও ট্যাংকারটি রেললাইন অতিক্রম করতে পারেনি। একপর্যায়ে তিতাস কমিউটার ট্রেনটি চলে আসলে ট্যাংকারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটি থেমে যায় এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচলের সিডিউল বিপর্যয় ঘটে।
এদিকে দুর্ঘটনার পর টঙ্গী-কালিগঞ্জ ও নারায়ণগঞ্জ-গাজীপুর বাইপাস সড়ক প্রায় ২০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ওই রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
বাংলা৭১নিউজ/বিএফ