বাংলা৭১নিউজ, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া মাঠ থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে পুলিশ তেতুলবাড়িয়া মাঠের একটি ধান খেত থেকে এ মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- ঝিনাইদহের ব্যাপারীপাড়ার কোরবান আলীর ছেলে মানিক হোসেন এবং একই এলাকার মোজো হোসেনের ছেলে মফিজ হোসেন। এ সময় মরদেহের পাশ থেকে তিন প্যাকেট ইয়াবা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলার সদর উপজেলার তেতুলবাড়িয়া মাঠে ৩০/৩৫ বছরের দুই যুবকের দুটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান খেত থেকে মানিক ও মফিজের মরদেহ উদ্ধার করে। মানিক ও মফিজ ইয়াবা ব্যবসায়ী। সদর থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/সিএইস