বাংলা৭১নিউজ, নোয়াখালী: ব্যাটারিচালিত রিকশায় ওড়না পেঁচিয়ে নাজমুন নাহার রাহি (১৭) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
তিনি নোয়াখালী সদর উপজেলার মহব্বতপুর গ্রামের আবু হাসানের মেয়ে।
সোমবার সকাল সাড়ে ৯টায় নোয়াখালী জামে মসজিদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্র জানায়, রাহি নোয়াখালী সরকারি মহিলা কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। তিনি চলতি এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। সকালে পরীক্ষা দেয়ার উদ্দেশে মা রাবেয়া বেগমের সঙ্গে ব্যাটারিচালিত রিকশায় চড়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন।
নোয়াখালী জামে মসজিদ সংলগ্ন সড়কে রিকশাটি পৌঁছালে ওই পরীক্ষার্থীর ওড়না রিকশার চাকায় পেঁচিয়ে গলায় ফাঁস লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
তবে সেখান থেকে লাশের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজন ওই ছাত্রীর মরদেহ বাড়িতে নিয়ে যায়।
বাংলা৭১নিউজ/সিএইস