সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

৭২ হাজার কিউসেক পানি ছাড়ল ভারত, বাংলাদেশেও বন্যার শঙ্কা

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপলোড সময় রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৯ বার পড়া হয়েছে
এই দুর্গাপুর ব্যারেজ দিয়ে ৭২ হাজার ২২৫ কিউসেক পানি ছাড়া হয়েছে

পানি গড়িয়ে নিচের দিকেই নামে। তাই ভারতে অতিবর্ষ কিম্বা পাহাড়ী ঢলে বন্যা হলে তা বাংলাদেশেও আঘাত হানে। ভারতে অতিবর্ষণে সৃষ্ট পানির চাপ সামাল দিতে দূর্গাপুর ব্যারেজ দিয়ে পানি ছাড়া হয়েছে। ভারতের পত্রিকা আজকালের প্রতিবেদন থেকে জানা যায়, দুর্গাপুর ব্যারেজ দিয়ে ৭২ হাজার ২২৫ কিউসেক পানি ছাড়া হয়েছে। এর প্রভাব শুধু বর্ধমান, হাওড়া ও হুগলিতেই যে পড়বে এমনটি নয়। বাংলাদেশেও এর বিরূপ প্রভাব দেখা দেবে। 

 ্আজকাল পত্রিকার প্রতিবেদনে বলা হয়,  নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে এমনিতেই পানির তলায় রয়েছে বর্ধমান, হাওড়া ও হুগলির বহু গ্রাম। তার মধ্যেই পানি ছাড়ল দুর্গাপুর ব্যারেজ। ৭২ হাজার ২২৫ কিউসেক পানি ছাড়ল দুর্গাপুর ব্যারেজ।

আর এই পানি ছাড়ার ফলে বন্যার আশঙ্কায় কাঁপছে বর্ধমান, হাওড়া ও হুগলি জেলার বাসিন্দারা। একাধিক গ্রাম পানির তলায় চলে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিম্মচাপের জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলছে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে। এর পাশাপাশি পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টিপাত হচ্ছে কয়েকদিন ধরেই।

ফলে একাধিক নদীতে বাড়ছে পানি। নদীগুলিতে পানি বাড়ায় একাধিক সড়ক পথ রয়েছে বন্ধ। মাইথন এবং পাঞ্চেত জলাধারেও পানি বাড়তে শুরু করে দিয়েছে। পাশের রাজ্য ঝাড়খণ্ডেও বৃষ্টি হচ্ছে। ফলে গ্রামীণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে।পানির চাপ বেড়েছে দুর্গাপুর ব্যারেজের উপরও আর দুর্গাপুর ব্যারেজের পানিধারণ ক্ষমতা অনেকটাই কম তাই বাধ্য হয়ে জল ছাড়া হচ্ছে।

একদিকে ভারী বৃষ্টিপাতের জেরে নদীতে পানি বাড়ছে আর দুর্গাপুর ব্যারেজ থেকেও পানি ছাড়া হয়েছে তার ফলে আসানসোলের ঘাঁঘর বুড়ি মন্দির চলে গিয়েছে পানির তলায়। বন্যার আশঙ্কা দেখা দিচ্ছে আসানসোল,গ্রামীণ হাওড়ার একাধিক গ্রামে। বর্ধমানের একাধিক গ্রামেও ঢুকেছে পানি। আসানোসেলর বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিতে বাড়িঘরও ভেঙে গিয়েছে।

আসানসোলের র‌্যাকেট অ্যান্ড কোলম্যান এলাকায় দেওয়াল চাপা পড়ে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়ে শিশুটির মা এখন ভর্তি রয়েছেন হাসপাতালে। বন্যা পরিস্থিতি তৈরি হলে যাতে সামাল দেওয়া যায় সেই প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসনের আধিকারিকরা।

বাংলা৭১নিউজ/এসএইচবি

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com