বাংলা৭১নিউজ, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ওমর ফারুককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিনগত রাত ১টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওমর ফারুক লক্ষ্মীপুর সদর উপজেলার ১ নম্বর উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে রাত ১০টার দিকে স্থানীয় পাটোয়ারিরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ওমর ফারুককে কুপিয়ে জখম করে।
উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমরান হোসেন জানান, রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ওমর ফারুককে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে নোয়াখালী হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
বাংলা৭১নিউজ/সিএইস