সোমবার, ২৭ মে ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে ২৩৫ মিলিমিটার বৃষ্টি, বিস্তীর্ণ এলাকা প্লাবিত রপ্তানি বাড়াতে অঞ্চলভিত্তিক আম প্যাকেজিং হাউজ তৈরিসহ ৮ দাবি ফের যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে টাইগাররা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে হাতিয়ায় জনজীবন বিপর্যস্ত পিপিপি পদ্ধতিতে দুই বস্ত্রকল চালুসহ ৫ প্রস্তাব অনুমোদন বাচ্চু পরিবার ও লা মেরিডিয়ানের মালিকের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন সঞ্জীভা গার্ডেনে ভিডিওকলে শিমুল-‘কসাই’ জিহাদ, দেখাল হত্যার স্থান ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে তিতাস-মেঘনা নদীর পানি বাড়ছে মাদক মামলার ভয় দেখিয়ে ছিনতাই: দুই পুলিশ সদস্যের দণ্ড ঘূর্ণিঝড়ে দুই বিদ্যুৎ বিতরণ সংস্থার ক্ষতি ৮৩ কোটি টাকা কঙ্গোতে শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন পুলিশের ১৮০ সদস্য ঘূর্ণিঝড় রেমাল বিদ্যুৎহীন উপকূলের ১ কোটি ৫৫ লাখ পরিবার ‘সভ্য সমাজে এত নিষ্ঠুর হত্যাকাণ্ড হতে পারে না’ ঘূর্ণিঝড় রিমাল ১০ জনের মৃত্যু, দেড় লাখ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ডিম মজুতের খবর পাওয়া যাচ্ছে, তদারকি করা হবে: কৃষিমন্ত্রী টানা বৃষ্টিতে পানি নিচে নিউমার্কেট এলাকা পানির নিচে ঢাকা পান্থপথে ভেঙে পড়েছে গাছ দিনাজপুরে শ্যালিকা হত্যায় দুলাভাইয়ের মৃত্যুদণ্ড খুলনায় উপড়ে পড়েছে শত শত গাছ, ভেঙেছে সাইনবোর্ড-বিলবোর্ড

বাগেরহাটে ট্রলারডুবিতে নিহত বেড়ে ১২

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭
  • ৯৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, বাগেরহাট: বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদীতে ট্রলারডুবির ঘটনায় আরও ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহত বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।

মোড়েলগঞ্জের উপজেলা নির্বাহী কর্তকর্তা মো. ওবায়দুর রহমান জানান, আজ সকাল সকাল সাড়ে ৯টা পর্যন্ত নদীর বিভিন্নস্থানে ভেসে থাকা অবস্থায় ৭টি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

এদের মধ্যে ৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদার রহমান।

এরা হলেন- আব্দুল মজিদ (৭৫), আনছার হাওলাদার ( ৩৮), রফিকুল ইসলাম (৩৫), নাজমুল সেখ (৬), সাজ্জাদ (২) ও রায়েন্দা পাইলট স্কুলের ১০ শ্রেণির ছাত্র আবির আল শামস (১৬)। অন্য একজনের নাম-পরিচয় জানা যায়নি।

গত মঙ্গলবার সকালে পানগুছি নদীতে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। তালিকা অনুযায়ী এ ঘটনায় এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন।

এরা হলেন- মোড়েলগঞ্জের ছোট জামুয়া গ্রামের মনোয়ারা বেগম (৩৮), উত্তর ফুলহাতা গ্রামের হাসিব (৮), ছোটপড়ি গ্রামের নাসিমা আকতার (১৮), বদনিভাঙ্গা গ্রামের বশির (২২), ভাইজোড়া গ্রামের খাদিজা (৪০), রাহাত (১০), মোশার্রফ হাওলাদার (৫০), সালমা বেগম (৩০), মুন্নী আক্তার (৩০) ও লাবনী আক্তার (৭)।

নিখোঁজদের সন্ধানে নদীর তীরে ভিড় করছেন স্বজনেরা। তাদের আহাজারীতে বাতাস ভারী হয়ে উঠেছে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মাসুদার রহমান জানান, নিখোঁজদের সন্ধানে নদীতে তৃতীয় দিনের মতো ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা তৎপর রয়েছে। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com