মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খাদে পড়ে একটি মাইক্রোবাসের চালকসহ তিন জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ এ দুর্ঘটনার খবর পায়। পরে মাইক্রোবাস থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, মাইক্রোবাসের চালকের নামে মো. নয়ন (৩৫)। অন্য দুই যাত্রী নারী। তাদের নাম জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে তাদের একজনের বাড়ি ঢাকার আফতাবনগরে। অন্যজনের ডেমরায়।
দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কামাল উদ্দিন। তিনি বলেন, ঢাকামুখী মাইক্রোবাসটি নিযন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। গতকাল রাতে অথবা আজ ভোরের কোনো এক সময় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কর পাশে আলীপুরায় খাদের পানিতে একটি মাইক্রোবাস পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মাইক্রোবাসটি ওল্টানো অবস্থায় পায়। এর চারটি চাকাই ওপরে ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মাইক্রোবাস থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। মরদেহ তিনটি গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসকে