ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম নর্থ জোনের ভার্চুয়্যাল ব্যবসায় উন্নয়ন সম্মেলন ৮ জুলাই ২০২১, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। এতে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আলতাফ হুসাইন, আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দীন, আবু নাছের মুহাম্মদ নাজমুল বারী ও মো. নাইয়ার আজম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান।
ব্যাংকের চট্টগ্রাম নর্থ জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ