বাংলা৭১নিউজ, ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১০ জন নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজলোর মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভালুকার থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ এ সব তথ্য জানান।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহীদুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে নয়জনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তির পর সেখানে আরো একজন মারা যান। নিহতদের মধ্যে তিনজন নারী, তিনজন শিশু ও চারজন পুরুষ।
তিনি জানান, হতদরিদ্র এসব লোকজন পরিবারের সদস্যদের নিয়ে ট্রাকে থাকা সিমেন্টের ওপরে বসে জামালপুর ও শেরপুরে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ চারলেনের কাজ চলায় খোঁড়াখুঁড়ির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের যাত্রীরা সিমেন্টের বস্তায় চাপা পড়ে হতাহত হন। ভালুকা ও ত্রিশাল ফায়ার র্সাভিসের দুটি ইউনিট এ উদ্ধার কাজ করে।
বাংলা৭১নিউজ/সিএইস