বাংলা৭১নিউজ, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাহামুদুর রহমান (৪৯) নামে প্রাক্তন এক ইউপি সদস্য খুন হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার জামিরা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় খামার জামিরা গ্রামের বাসিন্দা গোফফার আলী (৩৭) ও তার ছেলে শাহিনুর মিয়াকে (১৫) আটক করেছে পুলিশ।
মাহামুদুর মনোহরপুর গ্রামের নুর হোসেন মণ্ডলের ছেলে। তিনি মনোহরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন ইউপি সদস্য ছিলেন।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল আলম জানান, গোফফার আলী মালয়েশিয়ায় থাকাকালীন তার স্ত্রীর সঙ্গে মাহামুদুরের সম্পর্ক গড়ে ওঠে। গোফফার সম্প্রতি দেশে ফিরে বিষয়টি জানতে পারেন। বুধবার রাতে মাহামুদুর ওই বাড়িতে গেলে গোফফার ও তার ছেলে শাহিনুর মিয়া তাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মাহামুদুর মারা যান।
বাংলা৭১নিউজ/এন