বাংলা৭১নিউজ, ডেস্ক: ফ্ল্যাট উইকেট। ব্যাটসম্যানদের জন্য আদর্শ এক উইকেট। নেই বাউন্স, নেই কোনো টার্ন। বল সুন্দরভাবে ব্যাটে আসছে। সময় নিয়ে পছন্দের জায়গায় খেলছেন ব্যাটসম্যানরা। কলম্বো ক্রিকেট ক্লাব মাঠের চার নম্বর উইকেট যেকোনো ব্যাটসম্যানের প্রিয়, আদর্শ। এমন উইকেটে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে মাশরাফি বিন মুর্তজা টস জিতে শ্রীলঙ্কা বোর্ড সভাপতি একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন। আগে ব্যাটিংয়ের সুবর্ণ সুযোগ পেয়ে বড় স্কোর পেল লঙ্কান দলটি। তাদের রান ৭ উইকেটে ৩৫৪। জিততে হলে রানের পাহাড় ডিঙোতে হবে বাংলাদেশকে।
আজ রৌদ্রজ্জ্বল সকালের শুরু থেকেই আগ্রাসী লঙ্কান ব্যাটসম্যানরা। মাশরাফির করা প্রথম ওভারের তৃতীয় বলে বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলেন দিলশান মুনাবীরা। একটু লাফিয়ে ওঠা বল কাভারের ওপর দিয়ে চার মারেন মুনাবীর। পরের ওভারে তাসকিনের শর্ট বলও ছাড় দেননি মুনাবীরা। শর্ট বল পুল করে ডিপ মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা। প্রতিশোধ নিতে বেশি দেরি করেননি তাসকিন। নিজের তৃতীয় ও দলীয় সপ্তম ওভারে মুনাবীরাকে সাজঘরে ফেরত পাঠান ডানহাতি পেসার। ফুলার লেংথ বল অন সাইডে ফ্লিক করতে গিয়ে বল মিস করে এলবিডব্লিউ মুনাবীরা। সাজঘরে ফেরার আগে ২১ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৪ রান করেন তিনি।
দ্বিতীয় উইকেটে ১১৪ রানের জুটি গড়েন সানদান বিরাকোডি ও কুশল পেরেরা। দুজনই হাফ সেঞ্চুরির দেখা পান। বড় হওয়া এ জুটি ভাঙেন প্রস্তুতি ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় উড়ে আসা মোহাম্মদ সাইফুদ্দিন। ২৩তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে এসে উইকেটের স্বাদ পান তরুণ এই পেসার। আউট করেন বিরাকোডিকে। শর্ট বল পুল করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দেন ৬৭ রান করা বিরাকোডি। ৫৩ বলে ৮ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি।
সতীর্থ ফিরে যাবার পর হাফ সেঞ্চুরি তুলে নেন পেররা। তবে বেশিক্ষণ ক্রিজে থাকেননি তিনি। সেচ্ছ্বায় অবসর নেওয়ার আগে ৮৯ বলে ৪ বাউন্ডারিতে ৬৪ রান করেন পেরেরা। এর কিছুক্ষণ পরই সানজামুল ইসলাম বাংলাদেশকে সাফল্য এনে দেন। ১৭তম ওভারে মাঠে আসা সানজামুল ৩১তম ওভারে আউট করেন মিলিন্দা সিরিবর্ধনেকে। ওভারের পঞ্চম বলে বিশাল এক ছক্কা হাঁকিয়েছিলেন সিরিবর্ধনে। পরের বলে প্রতিশোধ নেন সানজামুল। উইকেটের পেছনে সোহানকে ক্যাচ দেন সিরিবর্ধনে। ২৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩২ রান করেন তিনি।
৪০ ওভার শেষে শ্রীলঙ্কার রান ছিল ২৬৯। শেষ ১০ ওভারে স্কোরবোর্ডে আরো ৮৫ রান যোগ করেন লঙ্কানরা। তবে শুরুর দিকে ঝড় শেষ দিকে কমে আসে। থিসারা পেরেরা ৪২, ধনঞ্জয়া ডি সিলভা ৫১ এবং দাসুন শানাকা ২৬ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, সাইফুদ্দিন, সানজামুল ইসলাম ও আবুল হাসান রাজু।
বাংলা৭১নিউজ/এম