বাংলা৭১নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোনে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও অল-রাউন্ডার সাকিব-আল হাসানের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং শ্রীলংকার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট বিজয়ের জন্য তাদেরকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসসকে জানান, ‘শততম টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের পর পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুশফিক ও সাকিবের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিজয়ের জন্য তাদের আন্তরিক অভিনন্দন জানান।’
শেখ হাসিনা ‘জয়বাংলা’ বলে তাদেরকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ ক্রিকেট দলের অব্যাহত সাফল্যের জন্য দোয়া করেন। প্রেস সচিব প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বলেন, ‘তোমরা ইতিহাস সৃষ্টি করেছো এবং এই অর্জন ধরে রাখতে আমি তোমাদের জন্য দোয়া করছি।’
কলম্বোর পি সারা ওভালে জয়বাংলা কাপ টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশ দল শ্রীলংকাকে ৪ উইকেটে পরাজিত করে শততম টেস্টে বিজয় উদযাপন করে।
বাংলা৭১নিউজ/সূত্র:বাসস