বাংলা৭১নিউজ, ডেস্ক: বোলিংয়ে মাশরাফি মুর্তজার সবচেয়ে বড় ভরসা মোস্তাফিজুর রহমান।
গত বছর ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের পর মাশরাফি বলেছিলেন, ‘মোস্তাফিজ ফিট থাকলে আমরা ইংল্যান্ডের বিপক্ষে সব ম্যাচ জিততাম।’
মোস্তাফিজ জ্বলে উঠেছেন আর বাংলাদেশ ম্যাচ হেরেছে এমনটা হয়েছে খুব কমই। শ্রীলংকা সফরে ‘কাটার মাস্টার’ ফিট থাকায় স্বস্তি পাচ্ছেন অধিনায়ক মাশরাফি।
কাল দুপুরে শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়ানডে দলের চার ক্রিকেটার- মাশরাফি, শুভাগত হোম, নুরুল হাসান ও সানজামুল ইসলাম ঢাকা ছাড়েন। অধিনায়কের আশা সিরিজ জিতবে টাইগাররা।
ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে মাশরাফি বলেন, ‘মোস্তাফিজ আমাদের সেরা বোলার। তাকে সেরা অবস্থায় পাওয়া আমাদের জন্য সব সময় বিরাট সুবিধা। অন্য দলের জন্য তেমনি অসুবিধার।’
তিনি বলেন, ‘টেস্ট সিরিজের পর কয়েকদিন বিশ্রাম পাবে সে। তাকে পুরো ফিট অবস্থায় পাব। আশা করি, সে সেরাটা দেবে। যেটা সব সময় দিয়ে আসছে।’
শ্রীলংকার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ কতটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারবে তার ওপর নির্ভর করছে ফলাফল। তবে মাশরাফি শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী। আর এজন্য দলের খেলোয়াড়দের সামর্থ্যরে প্রয়োগ দেখতে চান তিনি।
মাশরাফি বলেন, ‘সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে শ্রীলংকায় ওয়ানডে সিরিজ জেতা সম্ভব। আমরা যে কয়েকটা সিরিজ আগে জিতেছি, সেসব ম্যাচে সব বিভাগেই ভালো করেছি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে প্রভাব বিস্তার করতে পেরেছি। যেখানেই খেলি না কেন, দল সব বিভাগে ভালো করলে সিরিজ জেতা সম্ভব।’
শ্রীলংকা সফরে বাংলাদেশের প্রথম ওয়ানডে ২৫ মার্চ। তার আগে বুধবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন সফরকারীরা।
২৮ মার্চ দ্বিতীয় ও ১ এপ্রিল তৃতীয় ম্যাচ। ওয়ানডে সিরিজ শেষে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি ২০ ম্যাচ খেলবে টাইগাররা।
বাংলা৭১নিউজ/এম