মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সেনাবাহিনীতে শীর্ষ পর্যায়ে পদোন্নতি ও রদবদল ডিজিএফআইয়ের নতুন ডিজি মেজর জেনারেল জাহাঙ্গীর সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ছাত্র-জনতার হত্যার বিচারে আইসিটি পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন পরামর্শের আহ্বান দুদক সংস্কার কমিশনের ২০২৪ সালে নোবেল পুরস্কার পেলেন যারা পূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক ১৭ শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা ইসিকে সহযোগিতা করতে প্রস্তুত তুরস্ক টেকসই ইলেকট্রনিক পণ্য উৎপাদনের আহ্বান পরিবেশ উপদেষ্টার ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৩৮৬৫ টানা ১৪ বছর ‘স্বঘোষিত’ এমপি ছিলেন সাজেদার দুই ছেলে, দেখাতেন দাপট ‘জনপ্রশাসন সংস্কারে মাঠ পর্যা‌য়ে আলোচনা করবে ক‌মিশন’ রোহিঙ্গাদের তৃতীয় দেশে পুনর্বাসনে সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা মমতাজ ও রাশেদ খান মেননের ব্যাংক হিসাব জব্দ সবার অটোপাসে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর ফলাফল অবমূল্যায়ন করা হবে নোয়াখালীতে পুলিশ হত্যা মামলা : গ্রেপ্তার তিনজন সমন্বয়ক নন সেনা ও র‌্যাবের পোশাক পরে ডাকাতি: ৬ জন ৭ দিনের রিমান্ডে ড্রাফট শেষে কেমন হলো বিপিএলের দলগুলো প্রায় তিন মাস পর কাল চালু হচ্ছে মিরপুর-১০ মেট্রো স্টেশন

ঢাকার চেয়ে খুলনায় শনাক্ত তিনগুণ, মৃত্যু দ্বিগুণের বেশি

খুলনা প্রতিনিধি:
  • আপলোড সময় মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুর উপত্যকা হয়ে উঠেছে খুলনা বিভাগ। গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগের মধ্যে নমুনা পরীক্ষায় খুলনা বিভাগে সর্বোচ্চ রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। খুলনায় রোগী শনাক্তের হার ঢাকা বিভাগের চেয়ে তিনগুণেরও বেশি এবং সেখানে দ্বিগুণেরও বেশি রোগীর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগের সরকারি ও বেসরকারি ৫২৮টি ল্যাবরেটরিতে ২৫ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ এবং ২৫ হাজার ২৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৭৬ হাজার ৮১৯টি। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে চার হাজার ৮৪৬ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল আট লাখ ৬১ হাজার ১৫০ জন।

গত ২৪ ঘণ্টায় সর্বমোট ২৫ হাজার ২৮টি নমুনার মধ্যে ঢাকা বিভাগে ১৩ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষায় এক হাজার ৯৬৭ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১৪ দশমিক ৩০ শতাংশ। একই সময়ে ময়মনসিংহ বিভাগে ৮৭৫টি নমুনা পরীক্ষায় ১৪৪ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১৬ দশমিক ৪৫ শতাংশ। চট্টগ্রাম বিভাগে দুই হাজার ৬১৫টি নমুনায় এক হাজার ৫৩২ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ২০ দশমিক ৩৪ শতাংশ।

রাজশাহী বিভাগে তিন হাজার ৯১৩টি নমুনা পরীক্ষায় ৭৬৩ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১৯ দশমিক ৪৯ শতাংশ। রংপুর বিভাগে ৭৪৬টি নমুনায় এক হাজার ২৫৮ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ৩৪ দশমিক ৫৮ শতাংশ।

খুলনা বিভাগে দুই হাজার ২২৬টি নমুনা পরীক্ষায় ৯৯৮ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ৪৪ দশমিক ৮৩ শতাংশ। বরিশাল বিভাগে ২৫৫টি নমুনা পরীক্ষায় ৭১ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ২৭ দশমিক ৮৪ শতাংশ এবং সিলেট বিভাগে ৬৪৯টি নমুনায় ১১৩ জন রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ১৭ দশমিক ৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়। এছাড়া অন্যান্য বিভাগের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে ১০ জন, রাজশাহীতে ১৪ জন, বরিশালে দুইজন, সিলেটে তিনজন এবং রংপুর বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com