আজ ২০ জুন ২০২১। বিশ্ব বাবা দিবস। সন্তানের জন্য বাবার সংগ্রাম ও ত্যাগের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে বিশ্ব বাবা দিবস উপলক্ষে ব্যাংক এশিয়া এক অনুষ্ঠানের আয়োজন করে।
Dear Father, You made me move forward অর্থাৎ, বাবা, তুমিই আমাকে সামনে এগিয়ে যেতে শিখিয়েছো- শ্লোগানকে প্রতিপাদ্য করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যাংকের কারওয়ান বাজারস্থ কর্পোরেট অফিস থেকে পরিচালিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এ রউফ চৌধুরী তার বক্তবে্য সকল বাবার প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে পরিচালক এনাম চৌধুরী, প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যান্য পরিচালকবর্গ এবং বিভাগীয় ও শাখা প্রধানসহ বিভিন্ন পর্যায়ের ১ হাজার জন কর্মকর্তা অনলাইন সংযোগে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের সেরা কর্মীগণ তাদের সাফল্যের পিছনে বাবার অবদান নিয়ে স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন। ছিল বাবাকে নিয়ে কবিতা আবৃত্তি। ব্যাংকের পক্ষ থেকে সেরা কর্মীদের বাবাদের বিশেষ সম্মান জানানো হয়।
বাংলা৭১নিউজ/এসএইচ