মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

পাহাড়ধস শঙ্কা : ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং

রাঙামাটি প্রতিনিধি:
  • আপলোড সময় রবিবার, ২০ জুন, ২০২১
  • ২২ বার পড়া হয়েছে

রাঙ্গামাটিতে টানা বৃষ্টিপাতে পাহাড়ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের নিরাপদ স্থানের সরিয়ে নিতে মাইকিং করেছে জেলা প্রশাসন।

শনিবার (১৯ জুন) মধ্যরাতে এ বৃষ্টি শুরু হয়। রোববার (২০ জুন) সকালেও অঝোর ধারায় বৃষ্টি পড়ছে রাঙ্গামাটিতে।

শনিবার রাতে রাঙ্গামাটি শহরের শিমুলতলী, যুব উন্নয়ন এলাকা, রূপনগর, সনাতন পাড়া এলাকায় রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।

jagonews24

জানা যায়, শুক্রবার (১৮ জুন) সন্ধ্যা থেকেই থেমে থেমে মাঝারি মানের বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ধসের শঙ্কায় পাদদেশে বসবাসরত বাসিন্দাদের নিরাপদ স্থানের আসার জন্য আহ্বান জানানো হয়। অভিযানের সময় প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের সরে যেতে মাইকিং করা হয়।

রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘যারা ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে এসেছেন তাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে যারা এখনও সরে আসননি তাদের সরে আসার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বিভিন্ন এলাকায় গিয়ে বোঝাচ্ছেন। তবে দুর্যোগ ব্যবস্থাপনার আইন অনুযায়ী, তাদের সরে আসার জন্য আমরা বাধ্যও করতে পারি।’

jagonews24

তিনি আরও বলেন, ‘বোঝানোর পরও তারা যদি সরে না আসে তাহলে আমরা আইন প্রয়োগ করবো। পৌর এলাকায় ২৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা রয়েছে।’

জেলা প্রশাসনের তথ্যমতে, পৌর এলাকায় ৩৩টি ঝুঁকিপূর্ণ স্থানসহ পুরো জেলায় ঝুঁকিতে বসবাস করছে প্রায় ১৫ হাজার পরিবার। টানা বর্ষণে পাহাড়ধসে রাঙামাটিতে ২০১৭ সালে ১২০ জন ও ২০১৮ সালে ১১ জনের মৃত্যু হয়।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com