পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির ফ্লোর প্রাইস (বেধে দেওয়া সর্বনিম্ন দাম) তুলে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
তবে ফ্লোর প্রাইস উঠে গেলেও শেয়ারের দামে আগের মতোই সার্কিট ব্রেকার (দাম কমা বা বাড়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা) থাকবে।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ২০০ টাকার নিচে থাকা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সার্কিট ব্রেকার ১০ শতাংশ। অর্থাৎ, যেসব শেয়ারের দাম ২০০ টাকার নিচে, সে সব শেয়ারের দাম একদিনে সর্বোচ্চ ১০ শতাংশ বাড়তে বা কমতে পারবে।
যে সব শেয়ারের দাম ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে, সে সব শেয়ারের সার্কিট ব্রেকার ৮ দশমিক ৭৫ শতাংশ। যে শেয়ারের দাম ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে সে সব শেয়ারের সার্কিট ব্রেকার ৭ দশমিক ৭০ শতাংশ। আর যে শেয়ারের দাম ১০০০ থেকে ২০০০ টাকার মধ্যে সে সব শেয়ারের সার্কিট ব্রেকার ৬ দশমিক ২৫ শতাংশ।
যে সব শেয়ারের দাম ২০০০ থেকে ৫০০০ হাজার টাকার মধ্যে সে সব শেয়ারের সার্কিট ব্রেকার ৫ শতাংশ। আর যে শেয়ারের দাম ৫০০০ টাকার ওপরে সে সব শেয়ারের সার্কিট ব্রেকার ৩ দশমিক ৭৫ শতাংশ।
বাংলা৭১নিউজ/এসএইচ