গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মাস্টাররোলে কর্মরত কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবিতে ভিসি ড. একিউএম মাহবুবকে ছয় ঘণ্টা ধরে অবরুদ্ধ করে আন্দোলন করছেন। এ সংবাদ লেখা পর্যন্ত ভিসি নিজ কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় আছেন।
বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় ভিসির কার্যালয়ে তালা দিয়ে ভিতরে অবস্থান করে এসকল কর্মচারীরা আন্দোলন শুরু করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান কয়েক দফায় ভিসিকে উদ্ধার করতে গেলেও আন্দোলনকারীরা তালা খুলে দেয়নি। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে আন্দোলনরত কর্মচারীরা বলেন, আমরা গত তিন বছর ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করছি। এখন আমাদের একটাই দাবি নীতিমালা প্রণয়ন করে চাকরি স্থায়ীকরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত গেট আটকানো থাকবে এবং আন্দোলন চলবে।
এদিকে বশেমুরবিপ্রবি উপাচার্য ড. একিউএম মাহবুবের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অনেক কিছু সহ্য করতে হয়। আমিসহ পাঁচজন এ মুহূর্তে অফিসের ভিতরেই অবস্থান করছি। আমরা ঠিক আছি। এসময় তিনি আরও বলেন, ইউজিসির কাছে সম্প্রতি কিছু পদে লোক নিয়োগের আবেদন করা হয়েছে। ইউজিসি অনুমতি না দিলে আমাদের চাকরি স্থায়ীকরণের সুযোগ নেই।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করেছি। বর্তমানে আমাদের একটি টিম সেখানে আছে।
বাংলা৭১নিউজ/বিএফ