রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় আরএস সিএনজি পাম্পে একটি ট্রাকে গ্যাস নেওয়ার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওই ট্রাকে থাকা এক নারী নিহত হয়েছে। নিহত নারীর অনুমান বয়স (৩৫) বছর।
মঙ্গলবার (১৫ জুন) মধ্য রাতে এ দুর্ঘটনাটি ঘটে। হাজারীবাগ থানা পুলিশের সরকারি উপ-পরিদর্শক (এএসআই) তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া চারটার দিকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সজল জানান, হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় আরএস সিএনজি পাম্পে একটি ট্রাক আসে। পরে ট্রাকে সিএনজি গ্যাস নেয়ার সময় ট্রাক থেকে সবাই নামলেও ওই নারীটি ট্রাকের মধ্যে বসেছিল। হঠাৎ ট্রাকে গ্যাস নেয়ার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতেই নারী গুরুতর আহত হন। পরে ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের নাম-ঠিকানা এখনো জানতে পারিনি।বিস্তারিত জানার চেষ্টা চলছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা জানতে পেরেছি হাজারীবাগের বেড়িবাঁধ একটি পাম্পে ট্রাকে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এক নারী ঢাকা মেডিক্যাল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলা৭১নিউজ/এসএন