শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

ওয়েজবোর্ড দাবিতে এবার কর্মবিরতির ডাক

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৩ মার্চ, ২০১৭
  • ৮৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: নবম ওয়েজবোর্ড দাবিতে এবার গণমাধ্যম কর্মীরা কর্মবিরতির ডাক দিয়েছেন। আগামী ১৯, ২০ ও ২১ মার্চ গণমাধ্যমকর্মীরা তিন ঘণ্টার এই কর্মবিরতি কর্মসূচি পালন করবেন। এছাড়া দাবি বাস্তবায়ন না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি দেয়া হবে বলেও জানিয়েছেন সাংবাদিক নেতারা।

রবিবার দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল এই কর্মসূচি ঘোষণা করেন।

বিএফইউজের উদ্যোগে সংবাদপত্র ও গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন ও সাগর-রুনিসহ নিহত সাংবাদিকদের বিচারের দাবিতে আজ সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনের রাজপথে কেন্দ্রীয় এই কর্মসূচি চলাকালে সভাপতির বক্তব্যে বিএফইউজের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, এরপরেও যদি নবম ওয়েজবোর্ড ঘোষণা করতে বিলম্ব করা হয় তবে সচিবালয়ের সামনে ওসমানী উদ্যানের রাস্তায় পরবর্তী সমাবেশ ডাকা হবে।

জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অবরোধ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব ওমর ফারুক , সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালীন নোমানী, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিম আরা হক মিনু প্রমুখ।

ঢাকা ছাড়াও খুলনা, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, কক্সবাজার, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন পৃথকভাবে নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে স্থানীয়ভাবে একই কর্মসূচি পালন করেছে।

কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা রিপোর্টারর্স ইউনিটির (ডিআরিইউ) সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেছেন, ‘দাবি আদায়ের লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ২১ মার্চ সাগর-রুনী হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্টে যদি তদন্ত কর্মকর্তা স্বাক্ষর না করেন এবং আদালতে প্রতিবেদন জমা না দেন, তাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’

সরকার নবম ওয়েজ বোর্ড ঘোষণা দিলেও তথ্যমন্ত্রনালয় তা বাস্তবায়নে টালবাহানা করছে। অনতিবিলম্বে তিনি ওয়েজবোর্ড কমিটি গঠণের দাবি করেন। তথ্য মন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, প্রয়োজনে ‘সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করা হবে’।

সভায় বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ভেঙে গেলে গণতন্ত্রও ভেঙে যাবে। প্রধানমন্ত্রী ঘোষণা দেয়ার পরও ওয়েজবোর্ড গঠনে বিলম্ব করে সাংবাদিকদেরকে রাজপথে আন্দোলনে নামতে বাধ্য করা হচ্ছে। এটা মোটেও শুভ হবে না বলে তিনি উল্লেখ করেন।

সভায় বিভিন্ন সংবাদপত্রে সাংবাদিক ছাঁটাই বন্ধ ও গণমাধ্যমকর্মীদের বকেয়া বেতন-ভাতা প্রদান করার জন্য আহ্বান জানানো হয়।

সভায় সাংবাদিক নেতারা অবিলম্বে প্রিন্ট মিডিয়ার সঙ্গে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকেও অন্তর্ভুক্ত করে নবম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানান।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com