রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতাররা হলেন- কক্সবাজারের মোহাম্মদ হোসেন (৩১) এবং টাঙ্গাইলের আঁখি খানম (২৪)।
বুধবার (৯ জুন) অভিযানের নেতৃত্ব দেয়া র্যাব-৪-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি উনু মং এসব কথা বলেন।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে র্যাব-৪-এর একটি আভিযানিক দল কদমতলী থানার শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে চার হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোহাম্মদ হোসেনের বাসা কক্সবাজারের রামুতে। তিনি কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীতে বিক্রির জন্য আঁখি খানমের কাছে দিতেন। গ্রেফতার আঁখি খানম রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করতেন। এমনকি আঁখি খানমের মাও ইয়াবা কারবারের সঙ্গে জড়িত বলে জানা গেছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিনিয়র এএসপি উনু মং।
তিনি আরও বলেন, গ্রেফতাররা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলা৭১নিউজ/এসএইচ