মাদক বহন ও ব্যবসার অভিযোগে রাজধানীর কমলাপুর পোস্ট অফিস গলি থেকে মো. মনিরুজ্জামান (৩৮) ও মো. শহিদুল ইসলাম (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৫৮৫ গ্রাম হেরোইন। তারা দুজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (৮ জুন) দুপুরে র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীনা রাণী দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোডের কমলাপুর পোস্ট অফিস গলি সংলগ্ন বটতলার একটি চায়ের দোকানের সামনে কিছু মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল সোমবার সেখানে অভিযান চালায় এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে হেরোইন ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/এবি