পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে প্রেমের সম্পর্কের জেরে চাচাতো ভাই-বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শনিবার (৫ জুন) সকালে মাদারবুনিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিরাজলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন, একই গ্রামের মো. মজিবর রহমানের ছেলে সোহেল (১৯) ও হাবিব মিয়ার মেয়ে নাসরিন আক্তার (১৩)। সোহেল সদ্য এসএসসি পাস করেন ও নাসরিন ৮ম শ্রেণিতে পড়াশোনা করতো।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ বলেন, ‘নিহত দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই-বোন। ধারণা করা হচ্ছে, সকালে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে’।
তিনি আরও বলেন, ‘ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানতে নিহতদের স্বজনদের সঙ্গে আমরা কথা বলছি’।
বাংলা৭১নিউজ/জিকে