সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের শুরুতে দেশের শেয়ারবাজারে লেনদেনে বেশ ভালো গতি দেখা যাচ্ছে। তবে মূল্য সূচকে মিশ্র প্রবণতা দেখা দিয়েছে।
এক ঘণ্টার লেনদেনেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬০০ কোটি টাকার লেনদেন হয়ে গেছে। অপরদিকে প্রধান মূল্য সূচক বাড়লেও কমেছে অপর দুই সূচক।
সূচকে মিশ্র প্রবণতা দেখা দিলেও ডিএসইতে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, বেড়েছে তার থেকে বেশি।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় রয়েছে।
এদিন প্রায় সবকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে লেনদেনের শুরু হওয়ায় প্রথম মিনিটেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্টে বেড়ে যায়। কিন্তু এরপর সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা দেয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ২ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্টে বেড়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৩ পয়েন্ট কমেছে। আর ডিএসই-৩০ সূচক কমেছে ৩ পয়েন্ট।
এ সময় পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১১৪টির। আর ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬১৭ কোটি ৬৮ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৬ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৪২ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ১৯৪ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮৭টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
বাংলা৭১নিউজ/এসএইচ