বাংলা৭১নিউজ, ভোলা: ভোলার সদর উপজেলার ভেলুমিয়ায় সড়কে ব্যাংকেরহাট এলাকায় দুর্ঘটনায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।
নিহতের নাম আবু কালাম (৩০)। তার বাড়ি ভেদুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ৮টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া সড়কের সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত হয়েছে।
এ ব্যাপারে ভোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খায়রুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলা৭১নিউজ/এন