বাংলা৭১নিউজ,সংসদ প্রতিবেদক: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রতিবছর কিছু রোগী চিকিৎসার জন্য পাশ্ববর্তী দেশ ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে যাচ্ছে। দেশের চিকিৎসার প্রতি
রোগীদের আস্থা ফেরাতে সরকার চেষ্টা অব্যহত রয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী জানান, রোগীদের বিদেশ প্রবণতা কমাতে উপজেলা থেকে শুরু করে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে আধুনিক যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে আর্ন্তজাাতিক মানের হাসপাতাল/ বিশেষায়িত হাসপাতাল চিকিৎসা সেবা প্রদান করছে। বিদেশগামী রোগীদেরকে চিকিৎসা ও নার্সের সুষ্ঠু এবং আন্তরিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশের চিকিৎসার প্রতি আস্থা আনতে পারলে
বিদেশেগামী চিকিৎসা গ্রহণের প্রবণতা অনেকাংশে রোধ সম্ভব হবে। সরকার এলক্ষ্য কাজ করছে।
এম আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের চেয়ে প্রাইভেট হাসপাতাল/ক্লিনিকে তুলনামূলকভাবে সিজারিয়ান অপারেশনের
মাধ্যমে সন্তান প্রসবের হার অনেক বেশি। বাংলাদেশ ডেমোগ্রাফিক এন্ড হেলথ সার্ভে-২০১১ অনুযায়ী সিজারিয়ানের হার ছিল ১৫ ভাগ। তবে ২০১৪ সালের সার্ভে
অনুসারে সিজারিয়ানের হার ২৩ ভাগে উন্নীত হয়েছে। সরকারি হাসপাতালে প্রসাবসেবা বাড়ানোর মাধ্যমে প্রাইভেট হাসপাতাল/ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের হার কমানোর লক্ষ্যে সরকার কাজ করছে।
বাংলা৭১নিউজ/এএইস