মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সৌদি সরকারের সম্মতি রাব্বী হত্যা মামলায় ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার সেপ্টেম্বরে সড়কে ঝরেছে ৪২৬ প্রাণ, ৪২ শতাংশই মোটরসাইকেলে দুর্নীতি কিছুটা কমেছে, চাঁদাবাজি তেমন একটা কমেনি হাইকোর্টে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হচ্ছে: অ্যাটর্নি জেনারেল নেত্রকোণায় ভেঙে গেছে বেড়িবাঁধ, ৪টি ইউনিয়নে কংসের পানি চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী দুর্গাপূজায় স্কুল-কলেজ টানা ১১ দিন ছুটি ৮ দিনের রিমান্ডে সাবেক এমপি শিউলি আজাদ উন্নয়নে অবদানের স্বীকৃতি চায় এনজিওগুলো: দেবপ্রিয় চার্জ দ্য অ্যাফেয়ার্স আসিফ রহমানের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ম্যাক্রোঁর অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বানে চটেছেন নেতানিয়াহু কোটা উঠিয়ে লটারির মাধ্যমে রাজউকের প্লট বরাদ্দের প্রস্তাব গণপূর্ত উপদেষ্টার সাবেক মন্ত্রী সাবের হোসেনকে ১০ দিনের রিমান্ডে চায় পুলিশ চৌধুরী নাফিজ সরাফতের দেশত্যাগে নিষেধাজ্ঞা আমি কোনো দুর্নীতি করিনি : মাদকের ডিজি শুধু মেগা প্রজেক্ট নয়, সবুজায়ন বাড়াতে হবে : পরিবেশ উপদেষ্টা বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ইউনূস সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

চীনে পরপর ভূমিকম্পে মৃত ৩, আহত ২৭

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপলোড সময় শনিবার, ২২ মে, ২০২১
  • ৩১ বার পড়া হয়েছে

চীনের ইউনান ভহলোল প্রদেশে পরপর ভূমিকম্পে কমপক্ষে ৩ জনের মৃত্যুর খবর মিলেছে।  শুক্রবার চীনের ইউনান প্রদেশের ইয়াংবি স্বশাসিত কাউন্টিতে এই ভূমিকম্প হয়। ওই ভূমিকম্পের জেরে আরও ২৭ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। চীনের ইউনানে ভূমিকম্পের পর অন্তত ১৬৬ আফটার-শক অনুভূত হয়েছে ইয়াংবি এলাকায়। ভূমিকম্পের জেরে ইয়াংবিতে থাকা মোট ৭২ হাজার ৩১৭টি বাড়ির মধ্যে ২০ হাজার ১৯২টি বাড়ি কম-বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

ইউনানের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি (সিপিসি)-এর প্রধান ইয়াং গুওজং জানিয়েছেন, শুক্রবার স্ব-শাসিত প্রদেশটির মোট ১২টি কাউন্টি এবং শহরগুলিতে এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার ভূমিকম্পের জেরে ইয়াংবি কাউন্টিতে দু’জনের মৃত্যু হয়েছে। উল্টোদিকে, ইয়ংপিং কাউন্টিতে মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও ভূমিকম্পের জেরে মোট ২৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

চীনের ভূমিকম্প বিষয়ক দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার বেজিংয়ের সময় অনুযায়ী রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত চলেছে এই ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। তবে রাত ১১টার পর রাত ২টা পর্যন্ত ১৬৬টি আফটার-শক অনুভূত হয়েছে। যে এলাকাগুলিতে ভূমিকম্পের জেরে ক্ষতি হয়েছে দ্রুত সেখানে উদ্ধারকাজে নেমে পড়েন সংশ্লিষ্ট দফতরের কর্মীরা। রাত থেকেই শুরু হয়ে যায় উদ্ধারকাজ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে অনেককে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। এছাড়াও ভূমিকম্পের জেরে যাঁরা আহত হয়েছেন তাঁদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে।

তবে আজ শনিবার  চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের কিংহাই প্রদেশেও ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। এক্ষেত্রে ভূমিকম্পের তীব্রতা বেশি থাকলেও হতাহতের খবর মেলেনি।

জানা গিয়েছে, রাত ২ টা ৪ মিনিট নাগাদ গোলোগ তিব্বতিয়ান স্বায়ত্তশাসিত প্রদেশের মাদুও কাউন্টিতে ভূমিকম্প হয়। ভূমিকম্পের তীব্রতা বেশি থাকায় বহু দূর পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে। রাজধানী জিনিংয়ের বাসিন্দারাও প্রবলভাবে ভূকম্পন অনুভব করেছেন। ওই এলাকাটি মাদুও কাউন্টি থেকে ৩৮৫ কিলোমিটার দূরে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com