বাংলা৭১নিউজ,খুলনা : খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড জিয়া সানা ওরফে হাতকাটা জিয়া নিহত হয়েছেন।
আজ ভোরে হরিণটানা থানার কৈয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এসআই ফরিদ আহমেদ, কনস্টেবল আমিরুল ইসলাম, দৈবপ্রত ও বদরুল আলম আহত হয়েছেন। জিয়ার বিরুদ্ধে ছয়টি হত্যাসহ ৯টি মামলা রয়েছে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, একদল ডাকাত কৈয়া বাজার সংলগ্ন সাউথ বাংলা আবাসিক প্রকল্প এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে আজ ভোরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ জিয়াকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি রামদা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এম