সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে রাজবাড়ীতে শীতার্তদের পাশে সেনাপ্রধান অসচ্ছল শিক্ষার্থীরা চিকিৎসা সহায়তায় পাবেন ১০-৫০ হাজার টাকা কমিশনের সুপারিশের পর স্বাস্থ্যের সংস্কার শুরু হবে : উপদেষ্টা বিএনপি নেতা এস এ খালেক মারা গেছেন সিরিয়ায় তুরস্ক সমর্থিত গোষ্ঠী ও কুর্দি বাহিনীর সংঘর্ষ, নিহত শতাধিক সরকারি কলেজের শিক্ষকদের সম্পদের তথ্য জমা দিতে হবে মাউশিতে মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি আরও পাঁচ ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি পাট-পর্যটন-ফার্মাসিউটিক্যালস-টেলিকমে বিনিয়োগের আহ্বান নদী দূষণ রোধ-বর্জ্য ব্যবস্থাপনায় এডিবির সহযোগিতা চাইলেন উপদেষ্টা ভারতে প্রশিক্ষণে যাওয়া হচ্ছে না বিচার বিভাগের ৫০ কর্মকর্তার টেকনাফে ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ, হেফাজতে নিয়েছে বিজিবি ৯ দফা দাবি আদায়ে চবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পেট্রোবাংলার চেয়ারম্যান পদে রেজানুর রহমানের যোগদান সেনাবাহিনীর মূল লক্ষ্যই হলো বিজয়ী হওয়া : প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক স্ত্রীসহ তাপসের ৮০ কোটির সম্পদ, ৬১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন সৌদিতে ১৯ হাজারেরও বেশি অভিবাসী গ্রেফতার শেখ রেহানার ছোট মেয়ে আজমিনাও ফ্ল্যাট উপহার নিয়ে বিতর্কে

গঙ্গা-যমুনায় ভেসে বেড়াচ্ছে পচা-গলা মৃতদেহ, অদ্ভুত দুনিয়া : তসলিমা নাসরিন

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় মঙ্গলবার, ১১ মে, ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

পচা, গলা মৃতদেহের সারি – বিহারের বক্সারের কাছে গঙ্গায় এই দৃশ্য দেখে এলাকায় মারাত্মক আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ ভারতে করোনা সংক্রমণ কতটা মারাত্মক গভীরে এবং কতটা সুবিস্তৃত হয়েছে এ দিনের এই ছবি তারই প্রমাণ ৷ একটি -দু’টি নয়, চল্লিশটিরও বেশি এরকম পচা গলা, কোনওটা অর্ধদগ্ধ শরীর গঙ্গার জলে ভাসমান অবস্থায় দেখে শিউরে উঠছেন সকলে ৷ বিহারের উত্তরপ্রদেশ সংলগ্ন সীমানার কাছে চাউসা টাউনের ঘটনা এটি ৷

গতকাল থেকেই ভারতীয়দের অন্তরাত্মা পর্যন্ত বারংবার কেঁপে উঠেছে এমন মর্মান্তিক ছবি দেখে । গঙ্গায় ভাসছে পচা, গলা লাশ । কোনওটা আবার অর্ধেক পোড়া । স্থানীয় প্রশাসনের অনুমান, এই মৃতদেহ গুলো উত্তর প্রদেশ থেকে ভেসে এসেছে ৷ প্রশাসনের ধারণা, বিভিন্ন কভিড আক্রান্তদের মৃতদেহ যা তাঁদের পরিবার দাহ করতে কিম্বা শেষকৃত্য করতে পারেননি, তাঁরাই নিজের পরিজনের মৃতদেহ গঙ্গায় ভাসিয়ে দিয়েছেন ৷

গঙ্গা, যমুনায় এমন মৃতদেহের সারি দেখে এ বার মুখ খুললেন বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন । সদ্যই কভিডে আক্রান্ত হয়েছেন তিনি । গোটা একটা বছর বাড়ির মধ্যে থেকেও করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিজেই জানিয়েছিলেন সে কথা । বাড়িতেই তিনি আইসোলেটেড হয়ে রয়েছেন । বাড়িতে বসেই সংবাদ মাধ্যমের পাতায় গঙ্গা-যমুনার ভয়াবহ চিত্র দেখে শিউরে উঠেছেন তিনি । ট্যুইট করে নিজের উদ্বেগের কথাও জানিয়েছেন তসলিমা । লিখেছেন, ‘‘ডজন ডজন দেহ গঙ্গা-যমুনায় ভেসে বেড়াচ্ছে । সত্যিই অদ্ভুত এক দুনিয়ায় বাস করছি আমরা ।’’

বিহারের যে গ্রামে ওই মৃতদেহ গুলো দেখা গেছে, সেই চাউসা জেলার জেলা আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, ‘‘৪০-৪৫টি মৃতদেহ ভাসছিল৷’’ তবে স্থানীয় মানুষের কথায় একশো-র কাছাকাছি মৃতদেহও থাকতে পারে ৷ আরেক কর্মকর্তা কেকে উপাধ্যায় জানিয়েছেন, ‘‘এই পচা গলা লাশগুলি অন্তত পাঁচ দিন থেকে সাতদিন আগে নদীতে ভাসানো হয়েছিল৷’’ তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে৷ 

উত্তরপ্রদেশ থেকেই এই মৃতদেহ ভাসানো হয়েছে বলে তাঁরা নিশ্চিত৷ তাঁদের ধারণা বারাণসী কিম্বা এলাহাবাদ থেকে এই দেহ ভাসানো হয়েছে৷ এর আগে উত্তরপ্রদেশের হামিরপুরের যমুনাতেও প্রচুর পচা গলা মৃতদেহ ভাসতে দেখা গিয়েছিল।

বাংলা৭১নিউজ/এমকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com