বাংলা৭১নিউজ,রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোয়াজ্জেম ফকির (৩৫)নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে পাংশার নাওড়াবন গ্রামে এ বন্দুকযুদ্ধ হয়। মোয়াজ্জেম উপজেলার পাট্টা ইউনিয়নের মধ্যপাট্টা গ্রামের মজিদ বাউলের ছেলে।
পুলিশের ভাষ্যে, মোয়াজ্জেম চরমপন্থী সংগঠনের সদস্য এবং তার বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
পাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, ঢাকার সাভার থেকে মোয়াজ্জেম হোসেনকে বৃহম্পতিবার গ্রেফতার করে পুলিশ। তার তথ্যে রাতে নাওড়াবন গ্রামে অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোয়াজ্জেমের সহযোগীরা গুলি ছুড়ে।
পুলিশও পাল্টা গুলি চালালে এক পর্যায়ে সুযোগ পেয়ে মোয়াজ্জেম দৌড়ে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শ্যুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে বলেও জানান ওসি।
বাংলা৭১নিউজ/সিএইস