ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচন উপলক্ষে হিলি স্থল বন্দরের আমদানি রফতানি কার্যক্রম আজ সোমবার সকাল থেকে বন্ধ রয়েছে। আর এর ফলে এ বন্দর দিয়ে ভারত থেকে কোন পন্য বোঝাই ট্রাক দেশে প্রবেশ করেনি।
হিলি স্থলবন্দরের কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানান, ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচন উপলক্ষে ভারত সরকার ওপারে আমদানি-রপ্তানিসহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় আজ কোন পন্য বাহী ট্রাক হিলি বন্দর দিয়ে দেশে প্রবেশ করেনি। তবে আগামী কাল মঙ্গলবার সকাল থেকে যথারিতি আমদানি-রপ্তানি কার্যক্রম চালু থাকবে।
বাংলা৭১নিউজ/এমএস