শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পাবনায় দাঁড়িয়ে থাকা করিমনে ট্রাকের ধাক্কায় তিন শ্রমিক নিহত, আহত ৫ নববর্ষে আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার নির্দেশ ক্রীড়া পরিষদে অস্থায়ী অফিস ক্রীড়া মন্ত্রণালয়ের মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যেখানে চলবে ক্ষতিগ্রস্ত পাঁচ মন্ত্রণালয়ের কার্যক্রম সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়: প্রধান উপদেষ্টা চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার! হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী লামায় অগ্নিসংযোগ: ক্ষতিগ্রস্তদের পাশে উপদেষ্টা-প্রশাসন নসরুল হামিদের ৩৬ কোটি টাকার সম্পদ, অস্বাভাবিক লেনদেন ৩১৮১ কোটি তিন উপদেষ্টাকে বিপ্লবী হতে বললেন সারজিস আলম জামিন নামঞ্জুর, কারাগারে আওয়ামী লীগ নেতা বলরাম ফায়ার ফাইটার নিহতের ঘটনায় শাহবাগ থানায় মামলা কোরিয়া থেকে ৬৯৩ কোটি টাকার এলএনজি কিনবে সরকার সাভারে বন্ধ টিএমআর কারখানা চালুর নির্দেশনা উপদেষ্টার দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের দুর্নীতির অনুসন্ধান শুরু কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলিকে আইসিসির শাস্তি শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের ১১ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার রাজ্জাক

সাগর-রুনি হত্যাকান্ড ইস্যুতে সংসদীয় কমিটিতে ক্ষোভ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২১২ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,সংসদ প্রতিবেদক: সাংবাদিক দম্পত্তি মাহির সারোয়ার সাগর ও মেহেরুন রুনি হত্যাকান্ডের তদন্ত কাজ শেষ না হওয়ায় সংসদীয় কমিটিতে ক্ষোভ প্রকাশ করেছে। কমিটি জানিয়েছে, হত্যাকান্ডের ৫ বছর অতিবাহিত হলেও এখনও তার তদন্ত কাজ শেষ হয়নি।
প্রতি বছর ১১ ফেব্রুয়ারি আসলে এই নিয়ে আলোচনা হয়, সমাবেশ হয়।এ নিয়ে কমিটিতে খোদ সভাপতি টিপু মুন্সি মন্ত্রণালয়কে বলেন, সাগর-রুনি
হত্যাকান্ড দিবস আসলেই শুধু আলোচনা হয়, আর এই তদন্ত শেষ হয় না। এটি আর কতদিন চলতে পারে। তাই দ্রুত তদন্ত কাজ শেষ করার জন্য মন্ত্রণালয়কে বলেন সভাপতি।

বৈঠক শেষে কমিটির সদস্য ফখরুল ইমাম বলেন,আমরা বলেছি যতদ্রুত সম্ভব এর তদন্ত কাজ শেষ করে প্রকাশ করা হোক। আরেক সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন
বলেন,কমিটির সভাপতি বিষয়টি বৈঠকে উত্থাপন করেছিলেন। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও ঘটনাটির কোন সুরাহা এখনও হয়নি। এজন্য কমিটির পক্ষ থেকে মামলাটির দ্রুত সুরাহা করার সুপারিশ করা হয়েছে। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক মাহির সারোয়ার সাগর ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটির বৈঠকে সংসদে উত্থাপিত ‘ব্যাটালিয়ান আনসার (সংশোধন) বিল- ২০১৭ নিয়ে আলোচনা হয়।

কমিটি বিলটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট উপস্থাপনের জন্য সুপারিশ চূড়ান্ত করা হয়। গত ৯ ফেব্রুয়ারি বিলটি সংসদে তোলেন স্বরাষ্ট্র মন্ত্রী। পরে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়।সংসদের কমিটি কক্ষে টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. শামসুল হক টুকু, মো. ফরিদুল হক খান, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং ফখরুল ইমাম অংশ নেন। এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র সচিব, পুলিশের ভারপ্রাপ্ত আইজি সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com