আগামী কয়েক বছরে কয়েক লাখ মানুষকে নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। এরই অংশ হিসেবে দেশটিতে চলতি বছরে বাংলাদেশিসহ ৯০ হাজার বিদেশি শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মী স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাচ্ছেন।
গত বুধবার (১৪ এপ্রিল) কানাডার অভিবাসন মন্ত্রী মার্কো মেনডেসিনো এই ঘোষণা দেন।
তিনি বলেন, অস্থায়ী বসবাসের অনুমতি নিয়ে যারা কানাডায় নিজেদের ভবিষ্যতকে সাজানোর পরিকল্পনা করছেন তাদের সহযোগিতা করবে নতুন এই নীতি এবং যারা বর্তমানে কানাডায় অবস্থান করছেন বা পড়াশোনা করছে। বহিরাগতরা এই আওতায় পড়বেন না।
তিনি আরও উল্লেখ করেন, করোনা মহামারিতে রোগীদের চিকিৎসায় সেবায় যারা সহযোগিতা করেছেন এবং কানাডার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন; তারা এই সুযোগের আওতায় আসবেন।
এছাড়াও স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য খাতের কর্মী এবং গত চার বছরের মধ্যে পোস্ট-সেকেন্ডারি ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন।
৯০ হাজারের মধ্যে করোনায় স্বাস্থ্যখাতে অস্থায়ীভাবে কাজ করার জন্য ২০ হাজার, প্রয়োজনীয় অন্যান্য পেশা থেকে ৩০ হাজার এবং কানাডার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাজুয়েট করা ৪০ হাজার শিক্ষার্থীরা স্থায়ী অভিবাসী হবার জন্য নির্বাচিত হবেন।
আগামী মে মাসের ৬ তারিখ থেকে এ প্রকল্পে কাজ শুরু হবে আর আবেদনের সর্বশেষ সময়সীমা হচ্ছে- এ বছরের ৫ নভেম্বর পর্যন্ত।
বাংলা৭১নিউজ/এমকে