পাবনার আটঘরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন হোসেন (১৯) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের বেরুয়ারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন কদমডাঙ্গা গ্রামের হারুনর রশিদের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, নিহত ইলেকট্রিশিয়ান শাওন বেরুয়ান গ্রামের আফজাল হোসেনের বাড়ির সামনে বিদ্যুৎ লাইনের খুঁটিতে কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে প্রায় আড়াই ঘণ্টা পর আটঘরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, অসাবধানতাবশত ছেলেটি ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা গেছে। থানায় অপমৃত্যু ইউডি মামলা রেকর্ড হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাশফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি জেনেছি। প্রথমে শুনেছিলাম ইলেকট্রিশিয়ান। পরে জানতে পারলাম ক্যাবল নেটওয়ার্কের লোক। তবে বিদ্যুৎ লাইনে এভাবে কাজ করা মোটেও উচিত হয়নি।
বাংলা৭১নিউজ/এমকে