রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা থেকে ৪৪ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন- মো. সুজন (৩০), মো. মোশারফ হোসেন (৪০), মো. আশরাফ আলী (২৬) ও মো. জহিরুল ইসলাম (৩১)। অভিযানে তাদের কাছ থেকে ৪৪ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
আজ রবিবার দুপুরে ডিএমপির গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসূধন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকা থেকে ওই চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতার আসামিরা মাদক পরিবহনের জন্য ট্রাকের কেবিনের ভেতরে থাকা সিলিংয়ে বিশেষ কায়দায় বাক্স তৈরি করেছিলেন। সেখানে লুকিয়ে ইয়াবা ট্যাবলেট পাচার ও সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে