বাংলা৭১নিউজ,নরসিংদী: নরসিংদীর বেলাব উপজেলায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন।
আজ সকালে বেলাব উপজেলার দড়িয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আমজাদ হোসেন নামে স্থানীয় এক সাংবাদিক জানান, হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি বাস উপজেলার দড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মাইক্রোবাসটি ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। উপজেলার দড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১১ আরোহী নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, চারজন নারী ও দুই শিশু রয়েছে।
বাংলা৭১নিউজ/সিএইস