বাংলা৭১নিউজ,রৌমারী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে টুলু মিয়া (৫০) নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
এ সময় বিএসএফের গুলিতে সিফাত (৩৫) নামে আরও এক বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন।আজ ভোরে রৌমারী সীমান্তের ধর্মপুরে এ ঘটনা ঘটে।
দাঁতভাঙাগা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম জানান, ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশী ব্যবসায়ীরা সাত কড়াবাড়ি সীমান্তের ১০৫৫ ও ১০৫৬ নম্বর আন্তর্জাতিক পিলারের মাঝামাঝি স্থানে পৌঁছলে ভারতের গোধূলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান কাউয়ারচর এলাকার টুলু মিয়া। আর গুলিবিদ্ধ সিফাতকে উদ্ধার করে অপর সহযোগীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন।
বিজিবির দাঁতভাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হাসান এ হত্যান্ডের কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বঠৈকের জন্য চিঠি পাঠিয়েছেন।
বাংলা৭১নিউজ/সিএইস