শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

বাংলাদেশের পররাষ্ট্র নীতির অন্যতম চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু: দীপু মনি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৭
  • ১৮৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, সংসদ প্রতিবেদক: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,বাংলাদেশের পরাষ্ট্র নীতির যতগুলো চ্যালেঞ্জ রয়েছে তার মধ্যে অন্যতম রোহিঙ্গা ইস্যু। আমাদের ফরেন পলিসিতে (কূটনৈতিক) যতগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে রোহিঙ্গা ইস্যু।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার মায়ানমার সংক্রান্ত বিষয়ে যে পদক্ষেপ নেবে আমাদের কমিটির পক্ষ থেকে তার সমর্থন করি।ঠেঙ্গার চর এ রোহিঙ্গা পুর্নবাসন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সভাপতি বলেন, ওই বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। তাই ওই বিষয় নিয়ে আমি মন্তব্য করতে চাই না। পরবর্তী বৈঠকে হয়তো আলোচনা হতে পারে।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংসদের কমিটি কক্ষের সামনে দীপু মনি সাংবাদিকদের এসব কথা জানান।

দশম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম বৈঠক গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি ডাঃ দীপু মনি বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, মোঃ সোহরাব উদ্দিন, রাজী মোহাম্মদ ফখরুল এবং সেলিম উদ্দিনসহবৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোঃ শহিদুল হকসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দীপু মনি বলেন, আমরা আমাদের প্রতিবেশির সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। একই সঙ্গে মায়ানমারের যে নিশংস ঘঠনা ঘটছে সেটিকে মানবিক সমস্যা হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ ও ওআইসি যে প্রতিক্রিয়া আছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত এবং পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে অবহিত করেছে, আমরা তা সমর্থন করি। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। তাই আগামি বৈঠকে এনিয়ে বিস্তারিত আলোচনা হবে।

বৈঠকে রোহিঙ্গা সমস্যা সম্পর্কে বৈঠকে প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে মায়ানমারের অভ্যন্তরে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর সাম্প্রতিক নৃশংস নির্যাতনের প্রেক্ষিতে আবারও বিপুল সংখ্যক রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় গ্রহণ, আন্তর্জাতিক পরিমন্ডলে এ বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়া এবং মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মায়ানমারে অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা চ্যালেঞ্জকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ন চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করা হয়।

যে সকল রোহিঙ্গা ইতোমধ্যে বাংলাদেশে বসবাস করছে বৈঠকে তাদের মিয়ানমার কর্তৃক ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি যারা নতুনভাবে প্রবেশ করেছে তাদেরকেও ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে এবং এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমারের সাথে প্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ন দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ওপরও জোর দেয়া হয়।

বাংলা৭১নিউজ/এএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com