বাংলা৭১নিউজ,সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় তিন বাস যাত্রীকে গুলি করে নগদ পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
আজ বেলা ১১টার দিকে একটি লোকাল বাসে অতর্কিত হামলা চালিয়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
ছিনতাইকারীদের গুলিতে গুরুতর আহত ওই তিন বাসযাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে টাকার মালিক সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লার রাজমিস্ত্রি সারোয়ার হোসেন (৪৫) এবং তার ভায়রা আবুল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া টুটুল নামের আহত অপর এক যুবককে ভর্তি করা হয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তিনি সারোয়ার হোসেনের শ্যালক বলে জানা গেছে।
আহত টুটুল জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে সাভারের সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে অবস্থিত ইসলামী ব্যাংকের সাভার শাখা থেকে নগদ ৫ লাখ টাকা উত্তোলন করেন তার দুলাভাই সারোয়ার হোসেন। ওই টাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করার জন্য তারা একটি বাসে করে রওনা দেন।
বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে তিনটি মোটরসাইকেলে করে ছয় যুবক এসে বাসের গতিরোধ করে বাসে ওঠে। এরপর তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুর্বৃত্তরা সারোয়ার, আবুল হোসেন ও টুটুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে সারোয়ারের হাত থেকে টাকার ব্যাগটি নিয়ে আবারো গুলি ছুড়ে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।
স্থানীয়রা সারোয়ার, আবুল হোসেন ও টুটুলকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সারোয়ার ও আবুল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টুটুলের পায়ে গুলি লাগায় তাকে স্বাস্থ্য কমপ্লেক্সেই রাখা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলা৭১নিউজ/এন