রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নুরানী বোর্ডের ফল প্রকাশ, পাসের হার ৮৫.২৫ শতাংশ সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন মাশরাফির জন্য অপেক্ষা করবে সিলেট দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট হতেই হবে : এম সাখাওয়াত ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের বিচার এক বছরের মধ্যে শেষ হবে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করলেন মির্জা ফখরুল সিলেটে কোটি টাকার চোরাই পণ্য জব্দ ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন পাঁচ মাসে রেমিট্যান্স এসেছে ৩ বিলিয়ন ডলার: গভর্নর আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ১৯ পাকিস্তানি সৈন্য নিহত সংস্কারের বিষয়ে সরকার একা সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী রোববার থেকে দক্ষিণ সিটিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ শুরু মহাখালীতে আবাসিক ভবনে আগুন প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রী স্বাগতাকে লিগ্যাল নোটিশ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিহত ৬, সেই বাসচালক গ্রেফতার বিএসএফের বাধার মুখে পড়া মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু বিএনপি-জামায়াতকে কঠিন হুঁশিয়ারি মামুনুল হকের নিজে নন, শাহিন আফ্রিদির চোখে বাংলাদেশিরাই বড় তারকা লামায় অগ্নিসংযোগের ঘটনায় মামলা, বেনজীরের কেয়ারটেকারসহ গ্রেপ্তার ৪

দোকানে কফির মেশিন বিস্ফোরণে অগ্নিকাণ্ড

জামালপুর প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৬৫ বার পড়া হয়েছে

জামালপুরে কফির মেশিন থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুন লেগে একটি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লেগে কফির মেশিনটি বিকট শব্দে বিস্ফোরিতও হয়। গতকাল মঙ্গলবার রাত ১১টার কয়েক মিনিট আগে জামালপুর শহরের দেওয়ানপাড়া মোড়ে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও স্থানীয়রা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র জানায়, জামালপুর শহরের দেওয়ানপাড়া মোড়ের ইত্যাদি স্টোর নামের একটি মনোহারি দোকান গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বন্ধ ছিল। রাত ১১টার কয়েক মিনিট আগে দোকানের ভেতরে বিকট শব্দ শুনে স্থানীয় যুবকরা দ্রুত দোকানের শাটার খুলে ভেতরে আগুন দেখতে পান। তখন তারা বুঝতে পারেন এই বিকট শব্দটি হয়েছে কফির মেশিন বিস্ফোরেণ কারণে। 

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভায়। আগুনে দোকানের ভেতরে কফির মেশিনসহ বেশ কিছু মালামাল পুড়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় দুই পাশের আরো কয়েকটি দোকান আগুন থেকে রক্ষা পেয়েছে। দোকান খোলা থাকা অবস্থায় আগুন লেগে কফির মেশিন বিস্ফোরিত হলে সেখানে প্রাণহানীর সম্ভাবনা ছিল বলে স্থানীয়রা শঙ্কা প্রকাশ করেন।

দোকানটির মালিক মো. নজরুল ইসলাম  জানান, সন্ধ্যার পর থেকে তার দোকান বন্ধ ছিল। ভেতরে কফির মেশিনের পেছনের বিদ্যুৎ সংযোগের বোর্ড থেকে আগুন লেগেছে বলে তার ধারণা। আগুনে পুড়ে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।    

জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আফছার উদ্দিন  বলেন, গতকাল মঙ্গলবার রাত ১১টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। কফির মেশিনের বিদ্যুৎ সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে কফির মেশিনে আগুন ধরে বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তদন্ত করে দেখা হবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলা৭১নিউজ/এআরকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com