শুধু দরপতন নয়, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবার ভুগছে লেনদেন খরায়। গণমাধ্যমে পাঠানো ডিএসই’র বাজার আপডেট বিশ্লেষণ করে দেখা গেছে বৃহস্পতিবার (২৫ মার্চ) সপ্তাহের শেষ কার্যদিবসে বাজারে শেয়ার লেনদেনের পরিমাণ গত এক মাসেই সর্বনিম্ন। লেনদেন হয়েছে ৪শ ৮৮ কোটি ২৩ লাখ টাকা। অথচ এক দিন আগেই লেনদেনের পরিমাণ ছিলে ৫৮০ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ কমেছে ৯২ কোটি ১৬ লাখ টাকা।
তবে শুধু এক দিন আগের চেয়েই নয়, বৃহস্পতিবার ডিএসইতে এক মাসের মধ্যেই সবচেয়ে কম লেনদেন হয়েছে। এর আগে ফেব্রুয়ারির ২২ তারিখে দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেনের পরিমাণ ছিলে ৪৬৭ কোটি ৮ লাখ টাকা।
সপ্তাহের ধারাবাহিকতা মেনেই,বৃহস্পতিবারও ডিএসই বাজারের কার্যক্রম শুরু করে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতনের মাধ্যমে। আবার দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় দুই পয়েন্ট কমে পাঁচ হাজার ৩২৭ পয়েন্টে নেমে গেছে।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে ১২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে ১৩২টির প্রতিষ্ঠানের শেয়ারের দর। এদিন প্রধান মূল্যসূচকের পাশাপাশি পতন হয়েছে বাছাই সূচক ডিএসই-৩০তেও। মাত্র এক দিনেই এই সূচকটি ৩ পয়েন্ট কমে ২ হাজার ২০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ২১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন খরার বাজারে টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি বিনিময় হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৬১ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মা ৪০ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেসরকারি মুঠোফোন অপারেটর প্রতিষ্ঠান রবি।
বাংলা৭১নিউজ/এমকে