জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশন (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামল ছিল স্বর্ণযুগ। যতদিন বাঁচবো এরশাদের দল করে যাবো’।
শনিবার (২০ মার্চ) দুপুরে রংপুর নগরীর পল্লীনিবাসে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, এরশাদের সমাধি সংলগ্ন পল্লীনিবাসে অডিটোরিয়াম ও সমাধি কমপ্লেক্স নির্মাণ করা হবে।
তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ নিজে প্রতিষ্ঠিত না হয়ে সাধারণ মানুষকে প্রতিষ্ঠিত করেছিলেন। রংপুরের জাতীয় পার্টির নেতাকর্মীরা চাঁদা দিয়ে হলেও পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণ করবে’।
অনুষ্ঠানে জাপার ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, রংপুর জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, জাতীয় ছাত্র সমাজ মহানগর কমিটির সভাপতি ইয়াসীর আরাফাত আসিফ, কারমাইকেল কলেজ শাখার সদস্য সচিব আরিফ আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমেইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রংপুর নগরীর পল্লীনিবাসে তাকে সমাহিত করা হয়।