বাংলা৭১নিউজ,বরিশাল : বরিশালে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত স্কুল ছাত্রের নাম সাইদুর রহমান হৃদয় (১৫)। এ সময় তার সহপাঠী গোলাম সাজিদ রাফিকেও কুপিয়ে জখম করা হয়েছে। নিহত হৃদয় ও আহত গোলাম সাজিদ রাফি নগরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
সকাল সাড়ে ১০টায় বরিশাল পুলিশ লাইন্সের পেছনে পরেশ সাগরের মাঠের কাছে এই হামলার শিকার হয় তারা। আজ বেলা সোয়া ১১টায় বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে সাইদুরের মৃত্যু হয়। আহত গোলাম সাজিদ রাফি জানিয়েছেন, টেকনিক্যাল কলেজের ছাত্ররা তাদের ওপর হামলা চালিয়েছে।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
বাংলা৭১নিউজ/এন