শুক্রবার, ১৭ মে ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

সার্চ কমিটির প্রথম বৈঠক আজ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
  • ১৩১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্র্রপতিকে সহায়তার লক্ষ্যে প্রথম বৈঠক করতে যাচ্ছে সার্চ কমিটি।

আজ বেলা ১১টায় সুপ্রিমকোর্ট ভবনের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ কমিটির সদস্য অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম এ বৈঠকের তথ্য নিশ্চিত করে শুক্রবার বলেন, ‘অন্য সবার মতোই আমাদেরও প্রত্যাশা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সবার কাছে গ্রহণযোগ্য হয় এমন ব্যক্তিদের নাম আমরা সুপারিশের চেষ্টা করব। যাতে জাতির আগামী দিনগুলো সুন্দর ও ভালো হয়।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার (ইসি) মনোনয়নে এ কমিটি ১০ জনের একটি তালিকা রাষ্ট্র্রপতি মো. আবদুল হামিদের হাতে দেবে।

এর মধ্য থেকে সিইসি এবং ইসি নিয়োগ দেবেন রাষ্ট্র্রপতি। আগামী ১০ কার্য দিবসের মধ্যে নামের তালিকা দিতে হবে এ কমিটিকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সার্চ কমিটির সদস্যরা প্রথম বৈঠক সামনে রেখে ইতিমধ্যে হোমওয়ার্ক সম্পন্ন করেছেন। সিইসি ও ইসি হিসেবে গ্রহণযোগ্য এবং জাতিকে ঐক্যবদ্ধ করতে পারেন এমন ব্যক্তিত্ব ও ভাবমূর্তিসম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের নাম প্রত্যেক সদস্য আলাদাভাবে প্রস্তাব করবেন।

এ লক্ষ্যে সম্ভাব্য ব্যক্তিদের প্রোফাইল ও অতীত রেকর্ড-তথ্যাদি পর্যালোচনা করেছেন তারা। তবে আজকের বৈঠকে কর্মপন্থা নির্ধারণসহ অন্যান্য প্রাথমিক আলোচনাও হবে।

সার্চ কমিটির সদস্যদের ঘনিষ্ঠজনদের কাছ থেকে এমন তথ্য জানা গেছে।

এদিকে সার্চ কমিটির কার্যক্রমে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রথম বৈঠককে সামনে রেখে ইতিমধ্যে প্রাথমিক কাজ সম্পন্ন করেছে তারা। এ সংক্রান্ত প্রস্তুতি এবং যোগাযোগ সম্পন্ন করেছে।

সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকেই এ বৈঠকের বিষয়ে সমন্বয় করা হয়েছে। একজন অতিরিক্ত সচিব এ দায়িত্ব পালন করছেন।

গত বুধবার রাষ্ট্র্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্যের সার্চ কমিটি (অনুসন্ধান কমিটি) গঠন করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

এ কমিটির সদস্য হিসেবে আছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্মকমিশন চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. শিরীন আখতার।

ছয় সদস্যের মধ্যে তিনজন উপস্থিত হলেই এ কমিটি বৈঠক করতে পারবে। সুপারিশ চূড়ান্ত করতে সার্চ কমিটি এ ধরনের আরও একাধিক বৈঠক করবে।

কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ ৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। অবশ্য একজন কমিশনার একেএম শাহনেওয়াজের মেয়াদ শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।

তাই ফেব্রুয়ারির মধ্যেই গঠন করা হবে নতুন ইসি। এ ইসির অধীনেই অনুষ্ঠিত হবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন। তাই সার্চ কমিটি কাদের নাম দেয়, কাদের নিয়ে গঠিত হচ্ছে নতুন ইসি- এ নিয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ মানুষেরও আগ্রহের শেষ নেই।

সূত্র জানায়, প্রজ্ঞাপন জারির পরপরই ইসি গঠনে কাজে নেমে পড়েছেন সার্চ কমিটির সদস্যরা। প্রাথমিকভাবে নিজ নিজ উৎস থেকে নাম সংগ্রহ করছেন তারা।

জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য শুক্রবার বলেন, ‘প্রথম বৈঠকে আমরা আমাদের কর্মপরিকল্পনা ঠিক করব।’

বাংলা৭১নিউজ/এন

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com