বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা

রংপুরে চলতি মৌসুমে সরিষার ভালো ফলন হয়েছে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
  • ২৪৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, রংপুর : চলতি রবি মৌসুমে রংপুর এলাকায় সরিষার ভালো ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সুত্রে জানা যায়, চলতি মাসে চর এলাকায় ফসল কাটার মৌসুম শুরু হয়েছে। একই সাথে মূল ভূখন্ডে চলতি মাসে ফসল কাটা শুরু হবে।

মার্কেট সূত্রে জানা যায়, স্থানীয় মার্কেটগুলোতে ফসল কাটা মৌসুমের শুরুতে সরিষার দাম মণ প্রতি ২ হাজার ২৫০ টাকা থেকে নেমে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যানপালন বিশেষজ্ঞ খন্দকার মোহাম্মদ মেজবাউল ইসলাম বলেন, কৃষক ইতিমধ্যে মাঠ থেকে সরিষা ফসল উত্তোলন শুরু করেছে। আগামী মাসে উত্তোলন অব্যাহত থাকবে।

তিনি বলেন, কৃষক ৪৪ হাজার ৭০৫ হেক্টর কৃষি জমির মধ্যে ৩৮ হাজার ৫২৫ হেক্টর জমিতে এ মৌসুমে সরিষা আবাদ করেছেন। এবছর প্রায় ৫৪ হাজার ৯৮৭ টন সরিষা উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। অপরদিকে চলতি রবি মৌসুমে এই এলাকায় তৈলবীজ আবাদ তুলনামূলভাবে কম হতে পারে।

তিনি বলেন, রবি শস্যের বহুমাত্রিক ফলনের কারণে এ বছর হয়তোবা সরিষার নির্ধারিত উৎপাদন টার্গেট পূরণ নাও হতে পারে। বিগত বছরের চেয়ে এবার বেশীরভাগ জমিতে আমন ধানের আবাদ হয়েছে।

তিনি বলেন, চলতি রবি মৌসুমে রংপুরে ৭ হাজার ২শত হেক্টর, গাইবান্ধায় ৯ হাজার ৪৭৫ হেক্টর, কুড়িগ্রামে ১৬ হাজার ১৫০ হেক্টর, লালমনিরহাটে ১ হাজার ৭৩০ হেক্টর ও নীলফামারীতে ৩ হাজার ৯৭০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।

আরডিআরএস কর্মকর্তা মামুনর রশীদ বলেন, কৃষক বেশী পরিমাণ সরিষা পেতে বারি শ্রেণীর উচ্চ ফলনশীল সরিষার বীজ ব্যবহার করেছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শাহ আলম বলেন, কৃষক এবার উচ্চ ফলনশীল সরিষার বেশি উৎপাদন প্রত্যাশা করেন।

বাংলা৭১নিউজ/এম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com